বলের আঘাতে ব্যাট ভাঙতে দেখেছেন, স্ট্যাম্পও ভাঙতে দেখেছেন হয়তো। কিন্তু হেলমেট? হ্যাঁ, জিম্বাবুয়ে-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে গতকাল। 

শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পাকিস্তান পেসার আরশাদ ইকবালের। তিনিই ঘটিয়েছেন এই ঘটনা। উইকেটে তখন ব্যাটিং করছেন জিম্বাবুয়ের ব্যাটার তিনাশে কামুনহুকামউই। সপ্তম ওভারের তৃতীয় বলে উইকেট ছেড়ে বেরিয়ে আসেন কামুনহুকামউই। তবে আরশাদের বাউন্সারে ঠিকঠাক যোগাযোগই হয়নি তার। উল্টো বল গিয়ে আঘাত হানে তার হেলমেটে। সঙ্গে সঙ্গে তার হেলমেট যায় দু’ভাগ হয়ে। একটি ভাগ তার মাথাতে থাকলেও অন্যটি গিয়ে পড়ে ক্রিজে। 

ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই কিছুটা ভয়ই পেয়ে গিয়েছিলেন হয়তো। সবাই গিয়ে জিম্বাবুয়ে ব্যাটার ঠিক আছেন কিনা তা জানতে চান, আরশাদও ছিলেন এই দলে। তবে ফিজিও তাকে পরীক্ষার পর খুব একটা সময় ক্রিজে থাকেননি, অবস্থা গুরুতর নয় দেখে দ্রুত মাঠ ছাড়েন। 

তবে কামুনহুকামউই ঠিকই নিজের ইনিংস লম্বা করেছেন ৪০ বলে করেছেন ৩৪ যা দলের জয়ে বড় অবদানই রেখেছিল। স্বাগতিকরা এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১১৮ রান। জবাবে ৯৯ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ১৯ রানের জয় নিয়ে সিরিজটা সমতায় থেকে শেষ করে জিম্বাবুয়ে।

এনইউ