প্রথম টেস্টের শুরুর দুই দিনে দারুণভাবে আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাটিংয়ে এসে শ্রীলঙ্কা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে কিছুটা। তবে চতুর্থ দিনে তাদের আটকে রাখার লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ। পাল্লেকেলেতে চলমান এই টেস্টের সর্বশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

২৯ রান পিছিয়ে দিন শেষ শ্রীলঙ্কার

আলোর স্বল্পতা শেষ বিকেলে মাঠেই নামতে দিল না। অথচ চতুর্থ দিনের খেলা বাকি ছিল ২২ ওভার। ক্যান্ডি টেস্টে শনিবার দাপট ছিল শ্রীলঙ্কারই। দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভার ৩২২ রানের অবিচ্ছিন্ন জুটি চাপে রেখেছে বাংলাদেশকে। তবে টাইগারদের সঙ্গে ব্যবধান ২৯ রানের। করুণারত্নে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ধনঞ্জয়া দ্বিতীয়বারের মতো পেয়েছেন দেড়শ রানের দেখা। দিনটা হতাশার ছিল মুমিনুলদের।

স্কোর : শ্রীলঙ্কা ১৪৯ ওভারে ৫১২/৩ (করুণারত্নে ২৩৪*, ধনঞ্জয়া ১৫৪*); বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৪১/৭ ডিক্লে.

ক্যান্ডি টেস্টে ফের আলোর স্বল্পতা

দিনের খেলা শেষ হতে তখনো বাকি ২২ ওভার। কিন্তু বন্ধ ক্যান্ডি টেস্ট। শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটাররা ড্রেসিংরুমে । দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভার ৩২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দাপট স্বাগতিকদের। বাংলাদেশের সঙ্গে ব্যবধান ২৯ রানের। করুণারত্নে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলেছেন। ধনঞ্জয়া দ্বিতীয়বারের মতো পেলেন দেড়শ রান।

স্কোর : শ্রীলঙ্কা ৫১২-৩

করুণারত্নের ডাবল সেঞ্চুরি

শুরু থেকে খেলে যাচ্ছিলেন দারুণভাবে। সেঞ্চুরি, এরপর ডাবল সেঞ্চুরিও করলেন দিমুথ করুণারত্নে। এর আগে ১০ সেঞ্চুরি করলেও এটিই তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে এগিয়ে চলছে শ্রীলঙ্কার ইনিংস।

স্কোর : ৪৭৪-৩

তবুও ছুটছে লঙ্কা 

দুই ব্যাটসম্যান তুলে নিয়েছেন সেঞ্চুরি। তবুও ছুটছেন তারা। একজন ডাবল সেঞ্চুরির পথে আছেন, আরেকজন প্রহর গুণছেন দেড়শর। আর শ্রীলঙ্কার অপেক্ষা রান পাহাড় টপকে লিড নেওয়া। স্কোর : শ্রীলঙ্কা ৪৭৩-৩

সেঞ্চুরি ধনাঞ্জয়ারও, ফলোঅন এড়াল শ্রীলঙ্কা

প্রথম সেশনের হতাশাটা দ্বিতীয় সেশনেও ফিরে ফিরে আসছে। সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। এর আগে ফলো অনের ক্ষীণতম শঙ্কাটাও এড়িয়ে গেছে লঙ্কানরা।

শ্রীলঙ্কা ৩৬৭-৩

হতাশা নিয়ে সেশন শেষ বাংলাদেশের

ওভারপ্রতি তিনেরও বেশি রান। কোনো উইকেট নেই। সকালের সেশনটা একগাদা হতাশা উপহার দিয়েছে বাংলাদেশকে। ওদিকে শ্রীলঙ্কাকে নিয়ে গেছে ফলো অন এড়ানো থেকে ১১ রানের দূরত্বে।

শ্রীলঙ্কা ৩৩১/৩

করুণারত্নের সেঞ্চুরিতে হতাশা বাড়ছে বাংলাদেশের

দিমুথ করুণারত্নে যেন শ্রীলঙ্কাকে সামনে থেকেই নেতৃত্ব দিয়ে চলেছেন। আগের দিনে বাংলাদেশ সবচেয়ে বড় গলার কাঁটা হয়ে ছিলেন, লড়ে যাচ্ছেন আজও। এরই মধ্যে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাসকিন আহমেদের লেন্থ বলটাকে শাফল করে মিড উইকেটে পাঠিয়ে দুটো রান তুলে ছুঁয়ে ফেলেন জাদুকরি তিন অঙ্ক। তার ব্যাটেই এখন পর্যন্ত বেঁচে আছে লঙ্কানদের ম্যাচ বাঁচানোর আশা।\

শ্রীলঙ্কা ২৫১-৩

লঙ্কানদের আটকে রাখার লক্ষ্যে চতুর্থ দিন শুরু বাংলাদেশের

তৃতীয় দিনে সুযোগ অনেকই সৃষ্টি করেছিলেন বোলাররা। কিন্তু সেসব কাজে লাগানো যায়নি। এরপর দুটো রিভিউও পক্ষে আসেনি মুমিনুল হকের দলের। তার সুযোগ নিয়েই শ্রীলঙ্কা ইঙ্গিত দিচ্ছে ম্যাচে ফেরার। তবে সেসব একপাশে রেখে চতুর্থ দিনে স্বাগতিকদের রান আটকে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা ২২৯-৩

এখানে পড়ুন টেস্টের প্রথম, দ্বিতীয় তৃতীয় দিনের খবর।