এখন একাদশ-টসের সিদ্ধান্ত আগেই জানি : পাপন
নাজমুল হাসান পাপন/ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের হর্তাকর্তা নাজমুল হাসান পাপন। তার বিপক্ষে অভিযোগ আছে ঢের। যেটি তার ইখতিয়ারের মধ্যে পড়ে না, সেটিতেও হস্তক্ষেপ করেন তিনি। সমালোচনার পর নিজেকে একপ্রকার গুটিয়ে নেন পাপন। তবে দলের বাজে পারফরম্যান্সের পর আবার যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শুরুর আগে একাদশ, টস জয়ের পরে কি সিদ্ধান্ত হবে, সেটিও আগেই জানেন বোর্ড সভাপতি।
শনিবার সস্ত্রীক রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘এবার যেটা হচ্ছে কমপক্ষে জানি যে একাদশ কি হচ্ছে, টসে জিতে ব্যাটিং নিবে না ফিল্ডিং নিবে। এই জিনিসগুলো জানি। আগে যেটি জানতামই না। জানলে যেটা হয়, আমার যদি কিছু বলার থাকে আমি সেটা বলি। সেদিক থেকে যোগাযোগটা আবার শুরু হয়েছে।’
বিজ্ঞাপন
এদিকে গত ১৫ ফেব্রুয়ারি মিরপুরে এক সংবাদ সম্মেলনে পাপন জানান, এখন দেশে হোক বা বিদেশে, প্রতিটি সিরিজের দলের সঙ্গে একজন পরিচালককে রাখা হবে। তারই ধারাবাহিকতায় গত নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গী হন পরিচালক জালাল ইউনুস। এবার শ্রীলঙ্কা সফরে গেছেন আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন।
সুজনের অন্তর্ভুক্তি নিয়ে পাপন জানান, ‘অবশ্যই খালেদ মাহমুদ সুজন সেখানে থাকলে আমার মনে হয় দলের সবার ভিতর স্পিড বেড়ে যাওয়া উচিত। সেটি হওয়ার মতনই একজন সুজন। সব সময় দলকে উজ্জীবিত করার চেষ্টা করে। এদিক দিয়ে চিন্তা করলে ঠিক আছে।’
বিজ্ঞাপন
টিআইএস/এটি