কৌশলগত সমস্যার কারণে টেস্টে খারাপ করে বাংলাদেশ
সীমিত ওভারের দুই ফরম্যাটের ক্রিকেটে আলো ছড়ালেও টেস্টে হতশ্রী অবস্থা বাংলাদেশ দলের। সাদা পোশাকে কিছুতেই রঙিন হচ্ছেন না পারফরম্যান্স। এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কৌশলগত কারণ খুঁজে পেয়েছেন। সঙ্গে যোগাযোগের অভাবকে দুষছেন তিনি।
২০১৯ সালের নিউজিল্যান্ড সফর থেকে শুরু। এরপর জিম্বাবুয়ের সঙ্গে ১ ম্যাচ জিতলেও একে একে আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টেস্ট হার। সব মিলিয়ে ৯ টেস্টের ৮টিতে হার বাংলাদেশ দলের। এই হারের কারণ অনুসন্ধান করেছেন বিসিবি সভাপতি।
বিজ্ঞাপন
পাপন বলেন, ‘আমরা মন খারাপ করে ফেলি হারল কেন। হারার পেছনে আমি আগেও বলেছি অনেকগুলো কারণ আছে। অবশ্যই কৌশলগত জিনিসগুলো আমাদের মতো করে হয়নি। মানে আমরা যেরকম করে খেলে আসছি, সেরকম ছিল না। অবশ্যই কৌশলগত সমস্যা ছিল এবং যোগাযোগের ঘাটতি ছিল।’
কারণ খুঁজতে অনেক কথা বললেও বাস্তবতা সামনে আনতে ভোলেননি বোর্ড প্রধান। আজ (শনিবার) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর পাপন জানালেন, অন্য দুই ফরম্যাট থেকে টেস্টে বেশ দুর্বল লাল-সবুজের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
পাপন জানান, ‘আমি বলব ওয়েস্ট ইন্ডিজের কথা যদি বলি, আফগানিস্তান নিয়ে কোনো কথাই বলতে চাই না, ওটা আমি আপনাদের সঙ্গে একমত। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যদি দেখেন, আমরা ওদের দেশে গিয়ে ওদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতে আসলাম, ত্রিদেশীয় কাপ ওদের সঙ্গে খেলে কাপ জিতলাম। বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ রান চেজ করে জিতে আসলাম, এখানেও আমরা ওয়ানডেতে ৩-০ জিতলাম। টেস্টে গিয়ে আমরা হেরে গেলাম।’
তিনি আরো যোগ করেন, ‘টেস্টে আমরা অবশ্যই দুর্বল। আমরা তো কখনো বলিনি আমরা টেস্টে ভালো, হওয়ার কথা ছিল।’
টিআইএস/এটি