পয়েন্ট টেবিলে সবার শেষে আছে রাজস্থান রয়্যালস। তাদের ঠিক উপরেই আছে কলকাতা নাইট রাইডার্সের। এই দুই দল মুখোমুখি হয়েছে নিজেদের মধ্যে। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসান। তাদের হয়ে খেলছেন বাংলাদেশি পেস তারকা মুস্তাফিজুর রহমান।

এবারের আইপিএলে এখনো পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে রাজস্থান। যার মধ্যে মাত্র একটি করে জয় পেয়েছে দল দুইটি। 

আইপিএলে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে রাজস্থান ও কলকাতা দুই দলই। কলকাতা হেরেছে চেন্নাই সুপার কিংসের কাছে।  রাজস্থানকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে তাই জয়ে ফিরতে মরিয়া দুই দলই।  

গত তিন আসরে সর্বশেষ পাঁচ দেখায় জয়ের পাল্লা ভারি কলকাতার। সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই বড় জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। একটিতে জয় পেয়েছে রাজস্থান। গত আসরের দুটি ম্যাচে একটিতেও জয় পায়নি রাজস্থান।

এমএইচ