ভারত যেন এক ‘মৃত্যুপুরী’। দিকে দিকে মানুষের মৃত্যু। বাড়ছে করোনা সংক্রান্ত মানুষ, নেই পর্যাপ্ত অক্সিজেন, আইসিইউ। মানুষের হাহাকারে ভারি হচ্ছে ভারতের আকাশ। অথচ এমন সময়ই দেশটিতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ নিয়ে তৈরি হয়েছে সমালোচনার, মত আছে আইপিএল চালু রাখার পক্ষেও।

এবারের আইপিএল শুরু হয় চলতি মাসের ৯ তারিখে। এখনো পর্যন্ত মাঠে গড়িয়েছে আইপিএলের মোট ১৮টি ম্যাচ। কিন্তু যখন বিশ্বের অন্য দেশগুলো স্টেডিয়ামকে ব্যবহার করছে কোভিড আইসোলেশন সেন্টার হিসেবে, তখন কেন ভারতের স্টেডিয়ামগুলোতে মাঠে গড়াচ্ছে ক্রিকেট, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন প্রশ্নও করেছেন অনেকে। 

কেবল সাধারণ দর্শকরাই নয়, আইপিএলে চলার যুক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টও। টুইটারে তিনি লিখেছেন, ‘ভারতের সবার জন্য শুভকামনা যারা করোনার বিরুদ্ধে লড়ছে। সেখানে করোনার সংখ্যা ভয়ঙ্কর। আইপিএল এখনো চলছে, অযৌক্তিক? অথবা প্রতি রাতের বিভ্রান্তি? আপনার ভাবনা যাই হোক, সবার জন্য প্রার্থনা রইল।’

ক্রিকেটারদেরও কাঠগোঁড়ায় দাঁড় করাচ্ছেন অনেকে। এক নারী টুইটারে লিখেছেন, ‘ভারতে তিন লাখের বেশি করোনা আক্রান্ত হচ্ছেন প্রতিদিন। ফেব্রুয়ারিতে পাকিস্তানে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছিল আর তখন বিদেশি ক্রিকেটাররা রীতিমতো দৌড়ে চলে গিয়েছিলেন। কিন্তু তারা এখন আইপিএল খেলছে, চিন্তা করুণ এখনকার খেলোয়াড়দের টাকার জন্য কতটা দ্বিচারিতা করে।’

অবশ্য মত আছে আইপিএল চালানোর পক্ষেও। করোনার এই ভয়াবহ সময়ে আইপিএল মানুষকে সাময়িক সময়ের জন্য সবকিছু থেকে দূরে রাখে বলে মনে করছেন অনেকে। টুইটারে অরুণ নামের একজন বলছেন, অন্তত চার ঘণ্টা তো তারা স্বস্তিতে থাকতে পারছেন। 

তিনি লিখেছেন, ‘অন্তত চার ঘণ্টা আইপিএলের জন্য আমরা লকডাউনে বাইরে যাচ্ছি না। তারা বলছে খেলাধুলা এখানে মানুষকে ঐক্যবদ্ধ করছে। বলা ভালো, আইপিএল মানুষকে শারিরীকভাবে দূরে রাখছে এবং মানসকিভাবে ঐক্যবদ্ধ করছে। যা এই কঠিন সময়ে ভালো ব্যাপার। 

ভারতের করোনা পরিস্থিতি :

ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। এ সময় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। গেল বছরও ভারতে একদিনে করোনায় এত মানুষের মৃত্যু হয়নি। এ অবস্থায় দেশটির করোনা পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ভারতে গত কয়েকদিন ধরে সংক্রমণ হুহু করে বাড়ছে। দেশটিতে এখন চিকিৎসাধীন করোনা রোগীর সংখা ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জন। করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর জায়গা দেওয়া সম্ভব হয়ে উঠছে না। সব মিলিয়ে ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ। তবে এ অবস্থাতে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৩৮ জন।

এমএইচ