মালেশিয়া ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জিতেছে স্বাগতিক নেপাল। শনিবার কীর্তিপুরে নেদারল্যান্ডসকে ১৪২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। 

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক পিটার সিলার। শুরুতে ব্যাট করতে নেমে ভালো উদ্বোধনী জুটি পায় নেপাল। দলীয় ৩০ রানে ৮ বলে ১৬ রান করে সাজঘরে ফেরত যান আসিফ শেখ। তবে ফিফটি তুলে নেন আরেক ওপেনার কুশাল বুরটেল। 

৮ চার ও ৩ ছক্কায় ৫৩ বলে ৭৭ রান আসে তার ব্যাট থেকে। ২ চার ও ৫ ছক্কায় ২৪ বলে অপরাজিত ৫০ রান করেন কুশাল মল্লা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করে নেপাল। ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন ফিলিপে বইসেবিয়ান।

বিশাল লক্ষ্যে খেলতে নেমে ৫০ রান তোলার আগেই ছয় উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ড। ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে সর্বোচ্চ ২৬ রান আসে সেবাস্তিয়ান ব্রাটের ব্যাট থেকে। নেপালের পক্ষে ৩ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট নেন কারান কেসি। 

এমএইচ