প্রথম দিন শেষে আমরাই এগিয়ে : লঙ্কান সেঞ্চুরিয়ান
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাট করেছে শ্রীলঙ্কা। তবে তাদের শুরুটা মোটেও ভালো ছিল না। লঙ্কানদের টপ অর্ডার ভেঙে ব্যাটিং বিপর্যয়ে ফেলেন টাইগার পেসার খালেদ আহমেদ। ৫৮ রানে ৫ উইকেট হারানোর পর শ্রীলঙ্কার ইনিংস টেনে নিয়ে গেছেন কামিন্দু মেন্ডিস এবং ধনাঞ্জয়া ডি সিলভা। দুইজনই তুলে নেন সেঞ্চুরি। যার ওপর ভর করে সেই বিপর্যয় সামলে সফরকারীরা ঘুরে দাঁড়িয়েছে।
২৮০ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর শেষ বিকেলে বাংলাদেশকে চেপে ধরে লঙ্কানরা। দিন শেষে বাংলাদেশ ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা লঙ্কান সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিসের প্রথম দিনে এগিয়ে তারা।
বিজ্ঞাপন
টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান বলেন, ‘আমি মনে করি ম্যাচে আমরা এগিয়ে আছি। যদি আমরা ১-২টি উইকেট কাল সকালে নিয়ে নিতে পারি তাহলে আরও ভালো অবস্থানে থাকব।’
সিলেটের উইকেট নিয়ে মেন্ডিস বলেন, ‘এটা পেসারদের জন্য ভালো উইকেট। তারা ৫ উইকেট নিয়ে ফেলেছে শুরুতেই। পরে তারা ব্যাটিংয়ে নেমেও ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে। ফলে আমি মনে করি এটা পেসারদের জন্য ভালো উইকেট। যদি আমরা সকালে আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারি তাহলে আরও এগিয়ে যেতে পারব আমরা।’
বিজ্ঞাপন
এসএইচ/এএইচএস