শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে বল হাতে দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা। খালেদ আহমেদ, নাহিদ রানারা দেখিয়েছেন নিজেদের সামর্থ্য। বিশেষ করে রানার জন্য ম্যাচটি স্পেশাল। কারণ আজই যে প্রথমবার খেললেন জাতীয় দলের হয়ে। আর প্রথম ইনিংসেই শিকার করেছেন ৩ উইকেট। 

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসা কামিন্দু মেন্ডিসের মুখেও তাই বাংলাদেশ পেসারদের প্রশংসা, ‘মাঝে মাঝে টেস্ট ক্রিকেটে আপনি ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলতে পারেন। তাদের পেসাররা বেশ ভালো বোলিং করেছে, ভালো জায়গায় বোলিং করেছে। উইকেটও তাদের সাহায্য করেছে, সাথে কন্ডিশনও। আমাদের লক্ষ্য ছিল উইকেটে সেট হওয়া এরপর ইনিংস লম্বা করা। আমরা সেট হয়ে পরে তা চালিয়ে যেতে পেরেছি।’

শুরুতে লঙ্কান ব্যাটারদের মেরুদণ্ডই ভেঙে দিয়েছিলেন টাইগার পেসাররা। মেন্ডিস আর ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে খানিকটা ঘুরে দাঁড়ায় দ্বিতীয় সেশনে। টাইগার পেসারদের ধারাবাহিক বোলিং নিয়ে মেন্ডিস বলেন, ‘তারা অনেক শর্ট বল করছিল। বাউন্ডারিও অত বড় ছিল না। ফলে সেসব বলে চার-ছয় মারার সুযোগ ছিল। তাদের পেসাররা ভালো বল করেছে। তবে মাঝেমধ্যে কিছু বাজে বলও করেছে। আমরা চেষ্টা করেছিলাম ইতিবাচক থাকতে এবং সেগুলো কাজে লাগাতে।’

নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে সেঞ্চুরি নিয়ে মেন্ডিস  বলেন, ‘আমি দারুণ খুশি। এটি আমার দ্বিতীয় টেস্ট ম্যাচ। আমি জানি এখানে টেস্ট দলে সুযোগ পাওয়াটা বেশ কঠিন। কারণ আমাদের দলটা বেশ সেটেলড। গত কয়েক বছরে আমি অনেক পরিশ্রম করেছি এখানে আসার জন্য। আমাদের জুটিটা জরুরি ছিল এত রান তোলার জন্য। তবে আমি মনে করি আরও কিছুক্ষণ ব্যাট করতে পারলে ইনিংস আরও বড় করতে পারতাম।’

সিলেট টেস্টের প্রথম দিন শেষে বোলারদের দাপটই চোখে পড়েছে বেশি। ধনাঞ্জয়া এবং কামিন্দু মেন্ডিসের ১০২ রানের জোড়া ইনিংস বাদ দিলে পুরো দিনই নায়ক ছিলেন বোলাররাই। শেষ বিকেলে আবার ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। আজ টেস্টের দ্বিতীয় দিন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। 

এসএইচ/জেএ