প্রথম দুই দিন পাল্লেকেলেতে ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। তবে এরপর থেকেই শুরু হয়েছে শ্রীলঙ্কার রাজত্ব। শেষ দিনে আজ তাই ড্রয়ের সম্ভাবনাই বেশি উঁকি দিচ্ছে এই টেস্টে। এরপরও অবশ্য শ্রীলঙ্কা জয়ের আশায় আছে খানিকটা, তাই বাংলাদেশকেও নিতে হচ্ছে বাড়তি সতর্কতা। পাল্লেকেলেতে চলমান এই টেস্টের সর্বশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

ম্যাচ ড্র

১০৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। এরপর নেমে ২ উইকেটে ১০০ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। কিন্তু এরপরই বৃষ্টি নেমে আসে পালেকেল্লেতে। খেলা আর গড়ায়নি। শেষ পর্যন্ত ড্র হয়েছে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট।

স্কোর- বাংলাদেশ ২য় ইনিংস ১০০/২ (তামিম ৭৪*, মুমিনুল ২৩*); বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৪১/৭ ডিক্লে, শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ৬৪৮/ডিক্লে. ম্যাচ : ড্র।

বৃষ্টিতে খেলা বন্ধ

চা বিরতির সময়ও আকাশে ছিল রোদ। কিন্তু হঠাৎই বৃষ্টি ক্যান্ডির আকাশে। ভারি বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। উইকেট ঢেকে দেওয়া হয়েছে কাভার দিয়ে। চা বিরতি থেকে তাই আর ফেরা হয়নি এখনো। ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ বলে ৭৪ রানে অপরাজিত তামিম। সঙ্গে মুমিনুল অপরাজিত ২৩ রানে।

স্কোর : বাংলাদেশ ১০০-২

সেঞ্চুরির অপেক্ষা তামিমের

শুরু থেকেই খেলছিলেন আক্রমণাত্মক। চা বিরতিতে যাওয়ার আগে পর্যন্তও আছেন সাবলীল। তাকে সেঞ্চুরির অপেক্ষায় রেখে চা বিরতি ঘোষণা হয়েছে ম্যাচের। ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ বলে ৭৪ রানে অপরাজিত আছেন তামিম।

স্কোর : বাংলাদেশ ১০০-২

তামিমের অর্ধশতক

বাংলাদেশকে যেন একাই টানছেন তামিম ইকবাল। দলের রান যখন ৫২ তখনই তিনি ছুঁয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। ক্যারিয়ারের ৩০তম অর্ধশতকটি ছুঁতে তিনি বল খেলেছেন ৫৬টি।

বাংলাদেশ ৫২-২

সাইফের পর ফিরলেন শান্ত

প্রথম ইনিংসে ব্যাট হাতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন নাজমুল হাসান শান্ত। তার ব্যাট থেকে এসেছিল ক্যারিয়ারসেরা ১৬৩ রান। কিন্তু রোববার দ্বিতীয় ইনিংসে নেমেই শান্ত আউট ০ রানে। সুরঙ্গ লাকমালের শিকার তিনি।

প্রতিপক্ষের ১ম ইনিংসের রান স্পর্শ করতে এখনো চাই ৮০।

বাংলাদেশ : ২৭-২

এবার ১ রানে আউট সাইফ

ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে ফিরেছিলেন কোন রান না করেই। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ সাইফ হাসান। এবার আউট ১ রানে। সুরঙ্গ লাকমালের বলে ক্যাচ দিয়ে ধরেন সাজঘরের পথ। শ্রীলঙ্কার ১ম ইনিংসের চেয়ে ১০৭ রান পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ দল।

বাংলাদেশ : ২৭-১

লাঞ্চের পর ব্যাটিংয়ে বাংলাদেশ

মধ্যাহ্ন বিরতির পর আর ইনিংস দীর্ঘায়িত করেনি শ্রীলঙ্কা। ১০৭ রানের লিড নিয়েই ইনিংস ঘোষণা করেছে। ফলে দিনের দ্বিতীয় সেশনে এখন ব্যাট করছে বাংলাদেশ।

বাংলাদেশ ৮-০

নিষ্প্রাণ ড্রয়ের পথে আরও এক ধাপ

ফলাফলটা যেন সবারই জানা। ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার সম্ভাবনা শূন্য, উইকেট থেকেই প্রত্যাশিত টার্ন পাচ্ছেন না স্পিনাররা। ফলে এই টেস্টের নিয়তিতে ড্র অনেকটাই যেন নির্ধারিত হয়ে গেছে। পঞ্চম দিনের প্রথম সেশনের পর সেটাই আরও একটু স্পষ্ট হয়েছে। লঙ্কানরা পাঁচটা উইকেট হারিয়েছে বটে, কিন্তু তুলে নিয়েছে ১৪০ এর মতো রান। 

শ্রীলঙ্কা ৬৪৮-৮

হাসরাঙ্গাকে ফেরালেন তাইজুল

তাইজুলের ব্যাক অফ আ লেন্থ বলটাকে হাসরাঙ্গা তুলে মারতে চেয়েছিলেন মিড উইকেটের ওপর দিয়ে। কিন্তু যত টার্ন আশা করেছিলেন, বলটা ঘোরেনি ততটা। ব্যাট-প্যাড ফাঁকি দিয়ে বলটা আঘাত হানল স্ট্যাম্পে।

শ্রীলঙ্কা ৬৪৭-৮

ডিকওয়েলা ফিরলেন রানআউট হয়ে

মিরাজের বলটা মিড উইকেটে ঠেলে একটা রান চুরি করতে চেয়েছিলেন নিরোশান ডিকওয়েলা। হলো না, উল্টো হারাতে হলো উইকেটটাও। 

শ্রীলঙ্কা ৫৮৫-৭

তাসকিনের পর এবার এবাদতের আঘাত

অফস্ট্যাম্পের অনেক বাইরে এবাদত করেছিলেন বলটা। কি ভেবে সেটাই যেন তাড়া করতে গেলেন পাথুম নিষাঙ্কা, আর ধরা পড়লেন উইকেটরক্ষক লিটন দাসের হাতে। 

শ্রীলঙ্কা ৫৫৩-৬

তাসকিনের শিকার হয়ে ফিরলেন করুণারত্নে

ডাবল সেঞ্চুরিটা আগের দিনই পেয়ে গিয়েছিলেন। আজ তার অপেক্ষা ছিল আরও বড় বানানোর।  তবে দিমুথ করুণারত্নের সে অপেক্ষাটা শেষ হয়নি, তাসকিনের বাউন্সারে পুল করতে গিয়ে ধরা পড়েছেন শর্ট মিড উইকেটে থাকা মুমিনুল হকের হাতে। 

শ্রীলঙ্কা ৫৪৪-৫

অবশেষে ‘ব্রেক থ্রু’ এনে দিলেন তাসকিন

চতুর্থ দিনের পুরোটা হতাশার হলেও পঞ্চম দিনের শুরুতেই সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। ধনাঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করেন তিনি। ১৬৬ রানের ইনিংস শেষ করে তিনি ফিরছেন সাজঘরে।

শ্রীলঙ্কা ৫৩৫-৪

পঞ্চম দিনেও লঙ্কান রাজত্ব?

আগের দিনের পুরোটা সময় ব্যাট করেছেন। বাংলাদেশি বোলাররা একটিও উইকেটের দেখা পাননি। সে বৃত্ত ভাঙাটাই আপাতত মূখ্য উদ্দেশ্য বাংলাদেশের।

শ্রীলঙ্কা ৫১২-৩

টেস্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্থ দিনের খবর পড়ুন এখানে