ব্যাটিংয়ে চেন্নাই, একাদশে ৩ পরিবর্তন
আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। আজকের (শুক্রবার) ম্যাচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরবাদ। টস হেরে ম্যাচে আগে ব্যাটিং করবে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই। জাতীয় দলের ভিসা সংক্রান্ত কাজে দেশে আসায় ম্যাচটিতে দলটির পেসার মুস্তাফিজুর রহমানের খেলা হবে না, সেটি আগেই জানা ছিল। তিনিসহ সবমিলিয়ে চেন্নাইয়ের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে।
ম্যাচটি হচ্ছে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে। যেখানে স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে, অন্যদিকে চেন্নাই আগের তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। এই ম্যাচটিতে মুস্তাফিজের না থাকার নিশ্চয়তা আগে থেকেই ছিল, তবে চোটের অস্বস্তির কারণে নতুন করে একাদশ থেকে ছিটকে গেছেন আরেক পেসার মাথিশা পাথিরানা। যা চেন্নাইয়ের কিছুটা ধাক্কাই বটে।
বিজ্ঞাপন
টাইগার পেসার ফিজের সঙ্গে শ্রীলঙ্কার এই তারকা ডেথ ওভারে চেন্নাইয়ের বড় ভরসার নাম। আজ দুজনকে ছাড়াই হায়দরাবাদের মোকাবিলা করবে মহেন্দ্র সিং ধোনিরা। ফলে হলুদ শিবিরের একাদশে ঢুকেছেন মঈন আলি, মহেশ থিকশানা ও মুকেশ চৌধুরী। থিকশানা প্রথম ম্যাচ খেললেও, এটি চলতি আসরে ইংল্যান্ড অলরাউন্ডার মঈন ও মুকেশের প্রথম ম্যাচ।
অন্যদিকে, প্যাট কামিন্সের নেতৃত্বাধীন হায়দরাবাদও একাদশে দুটি পরিবর্তন এনেছে। ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের জায়গায় নেওয়া হয়েছে নিতীশ কুমার রেড্ডিকে। এছাড়া চোট থেকে ফিরেছেন পেসার টি নাতারাজন।
বিজ্ঞাপন
চেন্নাই সুপার কিংস একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, মঈন আলি, ড্যারিল মিচেল, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা।
সাবস্টিটিউট : মুকেশ চৌধুরী, শার্দুল ঠাকুর, শায়েক রশিদ, মিচেল স্যান্টনার, সামির রিজভী।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ : নিতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্দে ও টি নাতারাজন।
সাবস্টিটিউট : উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, ট্রাভিস হেড, গ্লেন ফিলিপস, রাহুল ত্রিপাঠি।
এএইচএস