আজ রবিবার (২৬ মে) আইপিএলের সতেরতম আসরের মেগা ফাইনাল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। শিরোপার লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ।

আজ চেন্নাইয়ে কলকাতা-হায়দরাবাদের লড়াইয়ে প্রভাব ফেলবে বৃষ্টি? গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রেমাল আজ রাতে উপকূলে আঘাত হানতে পারে। তার প্রভাবে বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। অবশ্য ক্রিকেট ভক্তদের জন্য খুশির খবর, রেমালের প্রভাব চেন্নাইয়ে পড়ার সম্ভাবনা খুবই কম।

যদিও রবিবার সকাল থেকে কালো মেঘে ঢাকা চেন্নাইয়ের আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ম্যাচে বৃষ্টির আশংকা মাথায় রেখে রিজার্ভ ডের ব্যবস্থা রেখেছে বিসিসিআই।

আবহাওয়া পূর্বাভাস বলছে, সকালের দিকে আকাশ কালো মেঘে ঢাকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে। সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও কমে আসবে। হলেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। খেলা যখন চলবে তখন বৃষ্টিপাতের সম্ভাবনা ২০ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৪ শতাংশের কাছাকাছি। বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১৯ কিলোমিটার।

বৃষ্টি হলে কেমন হবে ফাইনালের চিত্র 

নির্ধারিত দিনে ফাইনাল মাঠে না গড়ালে সে ক্ষেত্রে রিজার্ভ ডে বা অতিরিক্ত দিনের সুবিধা রেখেছে বিসিসিআই। প্লে-অফের ম্যাচগুলোর জন্য এই সুবিধা না থাকলেও ফাইনালের জন্য এই সুবিধা রয়েছে। ওভার সংখ্যা কমিয়ে হলেও নির্ধারিত দিনে ম্যাচ আয়োজন করার চেষ্টা করা হবে। যদি একান্তই সেটি সম্ভব না হয় তাহলে আগামীকাল (সোমবার) ফাইনাল মাঠে গড়াবে। 

আইপিএলের বাইলজ অনুযায়ী, কোনো ম্যাচের ফল পেতে হলে সেই ম্যাচটিতে উভয় দলকেই কমপক্ষে ৫ ওভার ব্যাটিং করতে হবে। রিজার্ভ ডে নিয়ে কিছু শর্তও থাকছে। খেলা যদি আজ শুরু হয়, কিন্তু কোনো কারণে শেষ না হতে পারে, তাহলে রিজার্ভ ডেতে ঠিক ওই জায়গা থেকেই খেলা শুরু হবে।

এইচজেএস