নতুন দিনের আশায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়ান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় দ্বৈরথের জন্ম দেওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটিতে মুখোমুখি হয়েছে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে আগে ব্যাটিং করবে ওয়ানিন্দু হাসারাঙ্গার শ্রীলঙ্কা।

আজ (শনিবার) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে ভোর সাড়ে ৬টায়। চলতি বিশ্বকাপে টস জেতার পর বেশিরভাগ দলকেই আগে ফিল্ডিং করতে দেখা গেছে। শান্ত–ও ব্যতিক্রম কিছু করেননি। আগে ফিল্ডিংয়ের বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখানে কিছুটা সিম বোলারদের জন্য সুইং দেখা যাচ্ছে এবং আশা করি আমরা সেটি কাজে লাগাতে পারব।’

বাংলাদেশের একাদশে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি অনিক ও শেখ মেহেদী। চোটের কারণে শরিফুল ইসলামের খেলা নিয়ে অনিশ্চয়তা আগেই ছিল। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন তানজিম হাসান সাকিব, এ ছাড়া পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। টপ অর্ডারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন লিটন কুমার দাসও। স্পিন বিভাগে অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন।

অন্যদিকে, হার দিয়ে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা অবশ্যই জয়ের খোঁজে নেমেছে। অধিনায়ক হাসারাঙ্গা বলেছেন, আগ্রাসী ব্যাটিংয়ে যাওয়ার আগে আমরা কন্ডিশন বুঝতে চাই। তাদের একাদশে দুই ‘মালিঙ্গা’ মাথিশা পাথিরানা ও নুয়ান থুসারা।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, নুয়ান থুসারা ও মাথিশা পাথিরানা।

এএইচএস