আগেই পূর্বাভাস ছিল ভারত-পাকিস্তান ম্যাচের আগে বৃষ্টি বাধা আসতে পারে। টস শুরুর আধঘণ্টা আগেই নাসাউ কাউন্টির মাঠে শুরু হয়েছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির বেগ বেড়েছে। যদিও মিনিট বিশেক পরেই থেমে যায় বৃষ্টি। তবুও সাবধানতা হিসেবে পুরো পিচ এখন পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল অনেকটা সময় পর্যন্ত। 

তবে স্বস্তির খবর, খানিক আগেই তুলে ফেলা হয়েছে পিচের কাভার। মাঠ এখন খেলা শুরুর জন্য তৈরি। স্থানীয় সময় ৯টা ৫৫তে মাঠ পরিদর্শন করেছেন দুই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং রড টাকার। তারাই জানিয়েছেন টস এবং ম্যাচ দুটোই আধাঘণ্টা পিছিয়ে যাবে। দুই দলের খেলোয়াড়রা মাঠে এসেছেন প্রায় একঘণ্টা আগেই। তাদের হালকা ওয়ার্মআপ করতে দেখা গিয়েছে।

নতুন সময় অনুযায়ী, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হবে টস। আর ম্যাচ শুরু হবে রাত ৯টায়। যদিও ম্যাচ পিছিয়ে দেয়া হলেও, কোনো প্রকার ওভার কর্তন করা হয়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খানিক সময়ের জন্য বৃষ্টি থামার খবর জানিয়েছেন বেশ কয়েকজন দর্শক। তবে সেখানে পুরোপুরি থামেনি বর্ষণ। এমনকি ভারী মেঘের উপস্থিতিও দেখা গিয়েছে স্টেডিয়াম সংলগ্ন পুরো এলাকাজুড়ে। সদ্য প্রস্তুত হওয়া এই স্টেডিয়ামে এর আগে রান না হওয়ার কারণে সমালোচিত ছিল। এবার এর ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা কেমন, সেটা নিয়েও পরীক্ষা চালানোর সময় এসেছে। 

দ্রুত তৈরি হওয়া এই স্টেডিয়ামের বেশিরভাগ অংশেই নেই ছাদ। বৃষ্টির মাঝে দর্শকদের অবস্থাও ছিল কিছুটা সঙ্গীন। অনেককেই দেখা গিয়েছে ছাতা হাতেই রওনা হয়েছেন স্টেডিয়ামের দিকে। নাসাউ কাউন্টিতে মাঠের বাইরে এখনো আছে দর্শকদের বিপুল চাপ। 

জেএ