শক্তিমত্তা বিবেচনায় দক্ষিণ আফ্রিকার চেয়ে যোজন যোজন পিছিয়ে নেপাল। অথচ বিশ্বকাপের বড় মঞ্চের দেখায় প্রোটিয়াদের রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল নেপাল। শেষ পর্যন্ত ১ রানে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম মনে করেন, এই ম্যাচ থেকে তারা অনেক কিছু শিখতে পেরেছেন।

ম্যাচ শেষে প্রোটিয়া অধিনায়ক বলেছেন, 'সবচেয়ে বড় বিষয় হলো, নেপাল যেভাবে বোলিং করেছে, আমাদের কাজ খুবই কঠিন করে দিয়েছে। আমাদেরকে অনেক চাপে ফেলে দিয়েছিল। আর খুব সম্ভবত আমাদের পরিকল্পনায় নিজেদের সেই বিশ্বাসটা ছিল না।'

'শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারা খুবই স্বস্তির। আমরা আজকে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। আগামী কয়েক দিনে এই ম্যাচ নিয়ে পর্যালোচনা করলে আমাদের জন্য অনেক কিছু শেখার থাকবে।'-যোগ করেন তিনি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়ায় নেপালকে প্রশংসায় ভাসিয়েছেন মার্করাম। তিনি বলেন, 'আমাদের পেস আক্রমণ দারুণ। আমরা তাদের সমর্থন করি। আমার মনে হয়েছিল, যদি সঠিক জায়গায় বল করা যায় তাহলে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে মনের ভেতরে এই ভাবনাও ছিল যে, আমাদের আরেকজন স্পিনার নেওয়া উচিত ছিল।'

আজ দক্ষিণ আফ্রিকার জয়ে সবচেয়ে বড় অবদান তাবরাইজ শামসির। ম্যাচ শেষে এই স্পিনার বলেছেন, 'অবশ্যই স্বস্তিদায়ক। প্রথম রাউন্ডে আমরা চার জয়ের লক্ষ্য নিয়েই এসেছিলাম। ক্যারিবিয়ানে আমরা যেখানেই যাই, আমার মতে বল টার্ন করবে। নিউ ইয়র্কে ফাস্ট বোলাররা দুর্দান্ত করেছে। তবে এখন স্পিনারদের দায়িত্ব নিতে হবে।'

এইচজেএস