টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দুটি দলের স্লট ফাঁকা রয়েছে। সেই দৌড়ে এগিয়ে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড নিজেদের কাজ শেষ করেছে সফলভাবে, এবার তাদের নজর চলমান অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের দিকে। স্কটিশরা হারলেই সুপার এইটের গেরো খুলবে জস বাটলারদের। তার আগে নামিবিয়ার বিপক্ষে তারা গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃষ্টিবিঘ্নিত দিনে ৪১ রানের জয় পেয়েছে।

একদিনের ব্যবধানে ফ্লোরিডায় বৃষ্টিতে ভেসে গেছে দুটি ম্যাচ। যেখানে ভেসেছে পাকিস্তানের সুপার এইটে যাওয়ার স্বপ্নও। একই শঙ্কা জেগেছিল ইংলিশদের ক্ষেত্রেও। গতকাল (শনিবার) অ্যান্টিগার আকাশে জমা হওয়া ঘন কালো মেঘ সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ভিত নাড়িয়ে দেয়। যদিও তিন ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ায়। তবে ম্যাচের গণ্ডি কমিয়ে আনা হয় ১০ ওভারে।

আগে ব্যাট করতে নেমে ইংলিশরা ৫ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। ইনিংসের শুরুতে তাদের কাঁপিয়ে দেন নামিবিয়ার বোলাররা। দলীয় ২ রানের মাথায় অধিনায়ক বাটলারকে ফেরান রুবেন ট্রাম্পলম্যান। ১১ রানের ব্যবধানে আউট আরেক ওপেনার ফিল সল্টও। বিধ্বংসী এই ওপেনারকে ফেরান ডেভিড উইজি। তার দুই ওভার ছিল ইংলিশদের জন্য কঠিন পথ পাড়ি দেওয়ার মতো। মাত্র ৬ রান দিয়ে তিনি একটি উইকেট তুলে নেন। ওভার কমিয়ে আনায় ব্যক্তিগত বোলিংয়ের কোটাও নেমে আসে ২ ওভারে, আর তাতেই হাফ ছেড়ে বাঁচল ইংলিশরা।

এরপর ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুকরা। ইংল্যান্ডের জয়ের নায়ক ব্রুক। তিন নম্বরে নেমে ৪টি চার ও ২টি ছক্কায় ২০ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পরে দুটি ক্যাচ নিয়ে ২৫ বছর বয়সী এই ক্রিকেটার ম্যাচসেরার পুরস্কারও জেতেন। বেয়ারস্টো-ব্রুকের জুটিতে আসে ৫৬ রান। ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন ফেরেন বেয়ারস্টো। এ ছাড়া মঈন আলি ৬ বলে ১৬ এবং লিয়াম লিভিংস্টোন ৪ বলে ১৩ রান করেন।

ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএলএস) নামিবিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানে। সেই রানতাড়ায় তেমন উইকেট (৩) না হারালেও, ৮৪ রানের বেশি করতে পারেনি আইসিসির সহযোগী দেশটি। বিশেষ করে উইকেট না পড়লেও প্রথম ৫ ওভারে তারা মাত্র ৩৪ রান তুলতে পারে। ফলে শেষদিকে তাদের সমীকরণটা কঠিন হয়ে যায়, যা আর মেলানো যায়নি। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৩৩ রান করেন ওপেনার মাইকেল ভ্যান লিনগেন। এ ছাড়া নিকোলাস ড্যাবিন ১৮ এবং ডেভিড উইজি ১২ বলে ২৭ রান করেন।

৬ রানে ১ উইকেট এবং ব্যাট হাতে ১২ বলে ২৭ রান করেন উইজি

ইংলিশদের পক্ষে একটি করে উইকেট শিকার করেন জোফরা আর্চার ও ক্রিস জর্ডান।

এএইচএস