পাওয়ার হিটিংয়ের জন্য বেশ সুনাম আছে টিম ডেভিডের। বড় শট খেলতে পারার সমর্থ্য আন্তর্জাতিক কিংবা ফ্যাঞ্চাইজি ক্রিকেট সব জায়গায়ই তাকে অন্যদের থেকে এগিয়ে রাখে। সম্ভবত এ কারণে সিঙ্গাপুর বংশোদ্ভূত এই ক্রিকেটার জায়গা করে নিতে পেরেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলে।

এবার অজিদের হয়ে সুপার এইটের ম্যাচে খেলবেন বাংলাদেশের বিপক্ষে। টাইগারদের মুখোমুখি হওয়ার আগে আজ অনুশীলনে বড় বড় ছক্কা হাঁকিয়েছেন তিনি। বেশ কয়েকটি উড়ে গিয়ে পড়ে গ্র্যান্ডস্ট্যান্ডের ছাদে। তবে ছাদের উপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে পারেননি।

অনুশীলনে মাঠের বাইরে পাঠাতে না পারলেও মূল ম্যাচে ডেভিডের লক্ষ্য ছক্কা মেরে বল মাঠের বাইরে পাঠানো। তিনি বলেন, 'এখানে বিষয়টা হলো ছাদের ওপর দিয়ে মারা। এটাই লক্ষ্য (হাসি)। বল যদি ছাদে আটকে যায়, তাহলে সেটি হতাশাজনক।'

এদিকে বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে ডেভিড ওয়ার্নার বলেন, 'বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের খেলার পরিকল্পনা আমরা বুঝতে পারি। অবশ্যই তাদের বোলিং আক্রমণ দারুণ। মুস্তাফিজ এই আক্রমণের নেতৃত্ব দেয়।'

বাংলাদেশ সময় আগামী শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভোড় সাড়ে ছয়টায়।

এইচজেএস