নড়বড়ে গ্রুপপর্বের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দারুণ শুরু পেয়েছে ইংল্যান্ড। আগের চার ম্যাচে অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজ ১৮০ রান করেও জয় পেল না। উল্টো হারতে হয়েছে ১৫ বল এবং ৮ উইকেট বাকি থাকতেই। ম্যাচটিতে স্বাগতিকদের যেমন বিব্রতকর কিছু কীর্তি আছে, তেমনি ইংলিশ ক্রিকেটাররাও বেশ কয়েকটি সুখকর রেকর্ড গড়েছেন।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে আগে ব্যাট করে উইন্ডিজরা ৪ উইকেটে ১৮০ রান সংগ্রহ করেছিল। চলমান বিশ্বকাপের নিরিখে যাকে চ্যালেঞ্জিং স্কোরই বলা চলে। কিন্তু আলজারি জোসেফ ও আন্দ্রে রাসেলরা সেই রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছেন। চার–ছক্কার বাউন্ডারিতে তাদের নাজেহাল করেছেন সল্ট-বেয়ারস্টো ও মঈন আলিরা। ফলে ১৭.৩ ওভারেই দুই উইকেট হারানো ইংলিশরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন ফিল সল্ট, জনি বেয়ারস্টো করেন ৪৮ রান। ম্যাচটিতে হওয়া রেকর্ডগুলো দেখে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায়–

উইন্ডিজদের বিপক্ষে আগে থেকেই অনবদ্য ফর্ম দেখিয়ে আসছেন ফিল সল্ট। টি-টোয়েন্টিতে প্রতি চার বলে তাদের বিপক্ষে একটি করে বাউন্ডারি (৪ কিংবা ৬) হাঁকিয়েছেন তিনি। এখন পর্যন্ত উইন্ডিজদের সঙ্গে ৯ ইনিংসে ৬৮.২৮ গড় এবং ১৮৬.৭১ স্ট্রাইকরেটে সল্ট ৪৭৮ রান করেছেন। দুটি করে রয়েছে ফিফটি ও সেঞ্চুরি। প্রতিপক্ষ হিসেবে ক্যারিবীয়রা ইংলিশ ওপেনারের কতটা প্রিয় এটা যেন তারই নজির।

ম্যাচটি জস বাটলারের দল জিতেছে ৮ উইকেটে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। ২০২২ আসরে তারা ভারতকে ১০ উইকেটে সবচেয়ে বড় ব্যবধানে হারানোর কীর্তি গড়েছিল। এ ছাড়া ৮ উইকেটে জিতেছে আরও তিনবার। ২০২১ বিশ্বকাপে অস্ট্রেলিয়া, একই আসরে বাংলাদেশ এবং চলতি টুর্নামেন্টে ওমানকেও হারিয়েছে একই ব্যবধানে।

টানা ৮ ম্যাচ পর জয়রথ থামল উইন্ডিজদের

এই ম্যাচের আগপর্যন্ত টানা আটটি টি-টোয়েন্টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। যা তাদের টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড। ইংলিশরা সেই কীর্তি থামিয়ে দিলো আজ। এর আগে ২০১২-১৩ মৌসুমে ৭, ২০১৭ সালে ৫ এবং ২০১৫-১৬ সালে টি-টোয়েন্টিতে টানা ৪ ম্যাচ জিতেছেন রাসেল-পাওয়েলরা।

৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে সবচেয়ে বেশি ৩৬ রান দেওয়ার রেকর্ড রয়েছে। ২০০৭ সালে করা স্টুয়ার্ট ব্রডে বিব্রতকর সেই কীর্তিতে সমান ৩৬ রান দিয়ে এবার ভাগ বসিয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। যা চলতি বিশ্বকাপেও এক ওভারে সর্বোচ্চ। আজ উইন্ডিজ পেসার এক ওভারে খরচ করেছেন ৩০ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ রান দেওয়ার কীর্তি। ২০১৪ আসরে সমান সংখ্যক রান দিয়েছিলেন আফগান বোলার ইজাতুল্লাহ দৌলতজাই। এ ছাড়া চলতি আসরে কানাডার জেরেমি গর্ডন এক ওভারে ৩৩ রান দিয়েছেন।

৩২

আজকের ম্যাচে সল্ট ছয় হাঁকিয়েছেন পাঁচটি। সবমিলিয়ে উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টিতে তার ছয়ের সংখ্যা দাঁড়াল ৩২–এ। যা ইংলিশ ব্যাটার হিসেবে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের সঙ্গে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। এ ছাড়া ইয়ন মরগান নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬, অস্ট্রেলিয়ার বিপক্ষে জস বাটলার ২৫ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ২৪টি ছয় হাঁকিয়েছেন বাটলার।

৮৭

আজ সল্টের করা ৮৭ রান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের হয়ে করা চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস। ২০২২ আসরে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন হেলস। ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও হেলসের। ২০১৪ আসরে তিনি ১১৬ রান করেন শ্রীলঙ্কার বিপক্ষে। এ ছাড়া ২০২১ আসরে বাটলারও লঙ্কানদের বিপক্ষে ১০১, আফগানদের বিপক্ষে ২০১২ আসরে লুক রাইট ৯৯ রান করেন।

৪৭৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত সংক্ষিপ্ত সংস্করণে সল্টের রান ৪৭৮। যা ইংল্যান্ড-ক্যারিবীয়দের মুখোমুখি লড়াইয়ে কোনো ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান। তিনি এই কীর্তি গড়েছেন ৯ ইনিংসে। এ ছাড়া ১৩ ইনিংসে অ্যালেক্স হেলস ৪২৩, ১৪ ইনিংসে ক্রিস গেইল ৪২২, ১৫ ইনিংসে নিকোলাস পুরান ৪৩০ ও ১৬ ইনিংসে জস বাটলার ৩৯০ রান করেছেন।

এএইচএস