জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে বেশ সরব বিসিবি। তারই অংশ হিসেবে আগামী শনিবার অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে বিসিবির হাই পারফর্মম্যান্স ইউনিট (এইচপি দল)। টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি হবে ওয়ানডে এবং চারদিনের ম্যাচও। এবারের টুর্নামেন্ট হবে ৯ দলের। আর এই সফরকে সামনে রেখে গতকাল এইচপি ইউনিটের দল ঘোষণা করেছিল বিসিবি।

সেখানে ভিডিও বার্তায় এইচপি দল নিয়ে বিসিবির নির্বাচক হান্নান সরকার বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফর আমাদের যেকোনো পর্যায়ের দলের জন্যই একটা বড় সফর। অনেক দিন ধরে বাংলাদেশ দলের সেখানে খেলার সুযোগ হচ্ছে না। আমাদের অন্য দলগুলোও সুযোগ পাচ্ছিল না। সেদিক থেকে এটা অনেক বড় সুযোগ। সফরে আমরা তিনটি সংস্করণেই খেলছি।’

তিন দলেই জাতীয় দলের ক্রিকেটার রাখার কারণ ব্যাখ্যা করে হান্নান বলেন, ‘লক্ষ করবেন, এইচপি, টাইগার্স এবং জাতীয় দলের খেলোয়াড়দের একটা মিশ্রণ আছে। আমরা জানি যে ২০২৭ সালে আমাদের অস্ট্রেলিয়ায় সফর রয়েছে। সেদিক থেকে এটা আমাদের জন্য বিরাট সুযোগ।’

পরে হান্নান আরো বলেন, ‘২০২৭ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে পারে, এমন কিছু খেলোয়াড়কে আমরা চার দিনের ম্যাচের দলে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এ ছাড়া দীর্ঘ পরিসরে খেলার মানসিকতার খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। ঠিক একইভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সাদা বলের ক্রিকেটে যাদের নিয়ে চিন্তা করি, তাদেরই সুযোগ দেওয়া হয়েছে।’

এবারের এই সফরে টি-টোয়েন্টির জন্য আকবর আলিকে, ওয়ানডের জন্য আফিফ হোসেনকে এবং চারদিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।

টি-টোয়েন্টি দল-

তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

ওয়ানডে দল-

তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

চার দিনের দল-

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, সাদা হোসাইন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

এসএইচ/জেএ