জাতীয় দলের খেলা না থাকলেও ব্যস্ততা শেষ হচ্ছে না বাংলাদেশি দুই ক্রিকেটারের। লঙ্কান লিগ শেষ করে শরিফুল ইসলাম যোগ দিয়েছেন কানাডা লিগে। এ ছাড়া আমেরিকার মেজর লিগ শেষ করে সাকিব আল হাসানও যোগ দিয়েছেন কানাডা লিগে। টাইগার এই দুই ক্রিকেটার খেলছেন একই দল বাংলা টাইগার্সের হয়ে। 

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখেছিল বাংলা টাইগার্স। তবে গতকার দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখেছে সাকিব আল হাসান এবং শরিফুল ইসলামরা। এদিন ভ্যাঙ্কুভার নাইটসকে ২৩ রানে হারিয়েছে তারা। ব্যাট হাতে ব্যর্থ হলে, বল হাতে দলের হয়ে উজ্জ্বল ছিলেন সাকিব। দুর্দান্ত করেছেন শরিফুলও। ৪ ওভার বল করে তুলে নিয়েছেন ১ উইকেট। রান খরচ করেছে মাত্র ১৬। এর আগে প্রথম ম্যাচেও ১৬ রানে নিয়েছিলেন ১ উইকেট।এই পেসার জানিয়েছেন দলের হয়ে অবদান রাখতে পারার ভালো লাগার কথা।

ম্যাচ শেষে শরিফুল বলছিলেন, 'আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দলের জন্য কন্ট্রিবিউশন করতে পারলে সবারই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। ক্রিকেটে কিন্তু একটা ম্যাচ ভালো একটা ম্যাচ খারাপ হবেই। শর্ট টাইমে টুর্নামেন্ট যেহেতু একটা ম্যাচ খারাপ হলে ভাবার সময় নাই, গতকালকে খেলছি আবার আজকেও খেলছি।'

প্রথম ম্যাচ হারলেও শরিফুল জানালেন সেটা নিয়ে ভাবার সময় ছিল না। চিন্তা ছিল দ্বিতীয় ম্যাচ নিয়ে, 'যেটা খারাপ হয়েছে সেটা নিয়ে ভাবিনি। যেটা আছে সেটা নিয়ে ভেবেছি তার জন্য মনে হয় বেশি ভালো করেছি। আমাদের ব্যাটিংয়ে ভালো একটা পার্টনারশিপ এনে দিয়েছিল ইফতেখার ভাই। আর এখানকার একজন লোকাল খেলোয়াড়ও রান পেয়েছে। বোলিংয়ে পাওয়ার প্লেতে আমরা শুরুতেই উইকেট নিয়েছি এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল।'

নিজের ইনজুরি নিয়ে জানালেন শরিফুল, 'ইনজুরি তো আর বলে কয়ে আসেনা যখন ইনজুরি হয় তখন সেটা ভালোভাবে মেনে নিতে হয়। একজন খেলোয়াড় হিসেবে ইনজুরি আসবেই এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা যেটা করতে পারি ভালো মেইনটেইন করতে পারি তাহলে ইনজুরি আসার সুযোগটা কম থাকবে।'

এসএইচ/এফআই