পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বিসিবি এইচপি দল। চার দিনের ম্যাচটিতে গতকাল তৃতীয় দিন শেষেই সুবিধাজনক অবস্থানে ছিল ইয়াং টাইগাররা। আজ শেষ দিনে জিততে হলে দরকার ছিল ৬ উইকেটের।

অন্যদিকে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬০ রান। তুমুল লড়াই চলল শেষ পর্যন্ত। আর তাতে বিসিবি এইচপি দল হেসেছে বিজয়ের হাসি।

মূলত অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের বোলিং নৈপুণ্যে ভর করে এইচপি দল জয় তুলে নিয়েছে। এদিন ২২ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। ম্যাচ শেষে জয় বলেন, 'আমাদের সবার মধ্যে কমিটমেন্ট ছিল যা আমরা একদম শেষ পর্যন্ত খেলাটাকে নিয়ে যাব। আমরা একদম শেষবল পর্যন্ত অপেক্ষা করছি যে ১০ উইকেট নেওয়ার পর আমরা ম্যাচটা জিততেই বের হবো।'

'এটা আমাদের সবার মধ্যে একটা কমিটমেন্ট ছিল। আমরা এটাকে ডু অর ডাই হিসেবেই ধরে নিয়েছিলাম। আমরা প্রথম ম্যাচটা হেরে গিয়েছি এটা আমাদের কাম ব্যাক ম্যাচ ছিল। এটা আমাদের সিরিজ লেভেল হয়েছে আমরা খুব হ্যাপি যে, সিরিজটি লেভেল করে আমরা দেশে যাচ্ছি।'-যোগ করেন জয়।

নিজের ব্যাটিং এবং বোলিং নিয়ে এরপর জয় বললেন, 'ব্যাটসম্যান হিসেবে আমার কাজ সব সময় যেখানেই খেলি পারফর্ম করার। আমি অনেক দিন পর ম্যাচে আসছি। উইকেট খুব ভালো ছিল ব্যাটিংয়ের জন্য, আমি সেটাই চেষ্টা করেছি। আর বোলিংটা আসলে আমি সবসময় চেষ্টা করি যে নেটে বোলিং করার। এখন সুযোগ আসছে ম্যাচে বোলিং করার সেই প্ল্যান অনুযায়ী বোলিং করেছি।'

এসএইচ/এফআই