বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। ম্যাচের চতুর্থ দিন শেষেও মনে হচ্ছিল ড্রয়ের দিকে যাবে ম্যাচ। তবে গতকাল পঞ্চম দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় টাইগার বোলাররা।

মেহেদী হাসান মিরাজ-সাকিব আল হাসানদের বোলিং তোপে মোটে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মোটে ৩০ রান। যা কোনো উইকেট না হারিয়ে সহজেই জিতে যায় বাংলাদেশ।

এমন হারের পর আলোচনায় প্রথম ইনিংসে পাকিস্তানের দ্রুত ইনিংস ঘোষণা নিয়ে। ম্যাচ শেষে গতকাল অধিনায়ক শান মাসুদ বলেন, 'পিচ কখনোই কোনো অজুহাত দেওয়ার জন্য নয়। এটি (পিচ) আমরা যেভাবে ভেবেছিলাম সেভাবে আচরণ করেনি। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে যে আবহাওয়া ছিল, প্রথম দিনের খেলা শুরুর ৮-৯ দিন আগে বৃষ্টি হয়েছে। প্রথমত, পিচের দিকে তাকিয়ে, আমরা আশা করেছিলাম যে এটি আরও কিছুটা সহায়তা করবে। তিন পেস বোলার নিয়ে ওদের ব্যাকফুটে ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিল। দিন শেষে আমরা ভুল করেছি।'

'ডিক্লেয়ারের দিকে তাকিয়ে আমরা খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। বল হাতে এবং ফিল্ডিংয়েও আমরা ওদের সমতায় রাখতে পারতাম। এটি একটি ভুল ধারণা, যেভাবে এটি অনেক সময় নিতে যাচ্ছিল। চাপের মুখে অনেক কিছুই ঘটতে পারে। কিছু ভুল হয়েছে এবং পরের ম্যাচে আমাদের আরও ভালো করতে হবে।'-যোগ করেন পাকিস্তানি অধিনায়ক।

মাসুদ আরও বলেন, 'ভিন্ন পিচ তৈরি হয়েছে, আমাদের নিজস্ব কন্ডিশন থেকে কী প্রত্যাশা করা যায় সে সম্পর্কে এটি আমাদের জন্য একটি বিশাল শিক্ষা। মূল বিষয়টি হলো কন্ডিশন বিবেচনা করা এবং আমরা এখানে যে ভুলগুলো করেছি তা আর না করা।'

এসএইচ/এফআই