ইমপ্যাক্ট প্লেয়ার কেন প্রয়োজন, ব্যাখ্যা দিলেন অশ্বিন
প্রথমবারের মতো ক্রিকেটে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু গত আসরের পর থেকেই এ নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। খোদ ভারতের অনেক তারকা ক্রিকেটারও আছেন এই তালিকায়। তবে এবার রবীচন্দ্রন অশ্বিন এ নিয়মের পক্ষে কথা বলেছেন।
রোহিত বলেছিলেন, তিনি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের সমর্থক নন। কারণ, এতে অলরাউন্ডার উঠে আসা কমে যাচ্ছে। ভাল মানের অলরাউন্ডার তৈরি হচ্ছে না। অতিরিক্ত ব্যাটার খেলানোয় বাড়তি সুবিধা পাচ্ছে দলগুলি। অশ্বিন উদাহরণ তুলে ধরে বুঝিয়েছেন কেন এই নিয়ম রেখে দেওয়া দরকার।
বিজ্ঞাপন
ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, 'ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম খুব একটা খারাপ নয়। এতে কৌশলগত দিক থেকে সাহায্য মেলে। অনেকেই বলেন যে অলরাউন্ডার উঠে আসছে না। কিন্তু ওদের উঠে আসতে কে বারণ করেছে?'
নিজের এই কথার প্রমাণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ভেঙ্কাটেস আইয়ারের উদাহরণ টেনেছেন অশ্বিন। ইংলিশ কাউন্টিতে খেলছেন এই ভারতীয় অলরাউন্ডার। সেখানে ব্যাটে বলে দারুণ ছন্দে আছেন। প্রত্যেকটি খেলাতেই নতুনত্বের সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে অশ্বিন বলেছেন, 'এই প্রজন্মের ক্রিকেটারেরা অলরাউন্ড দক্ষতায় বিশ্বাসী নয়। এমন নয় যে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে ওরা উঠে আসছে না। একবার ভেঙ্কাটেস আইয়ারকে দেখুন। ল্যাঙ্কাশায়ারে গিয়ে কত ভাল খেলছে।'
'রাজস্থান রয়্যালস ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭৫ রান তোলার পর শাহবাজ় আহমেদকে তারা ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে নিয়ে এসেছিল। সেই শেষ পর্যন্ত হায়দরাবাদকে ম্যাচ জেতায় ২৩ রানে ৩ উইকেট নিয়ে।'-যোগ করেন তিনি।
এইচজেএস