পাকিস্তানের এক উইকেটের অপেক্ষা
আবিদ আলি করেছিলেন ডাবল সেঞ্চুরি, সেঞ্চুরি করেছিলেন আজহার আলি। তাতে রানের পাহাড় গড়েছিল পাকিস্তান। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ফলো অনে পড়া জিম্বাবুয়ের ইনিংস হার অবিশ্বাস্য কিছু না হলে সময়ের ব্যাপার মাত্র। আর এক উইকেট নিলেই পাকিস্তানের জয় নিশ্চিত হবে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫১০ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। জবাব দিতে নেমে হাসান আলির তোপের মুখে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। ১৩২ রানে অলআউট হয়ে পড়ে ফলো অনে। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে রেজিস চাকাভার ব্যাট থেকে।
বিজ্ঞাপন
দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ডোনাল্ড তিরিপানো। পাকিস্তানের পক্ষে একাই পাঁচ উইকেট নেন হাসান আলি। ১৩ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি ও তাবিশ খান নেন একটি করে উইকেট।
ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। মাত্র এক উইকেট হাতে রেখে এখনো তারা পিছিয়ে আছে ইনিংস ও ১৫৮ রানে। যদিও দ্বিতীয় ইনিংসে কিছুটা হলেও লড়াই করেছে স্বাগতিকরা।
বিজ্ঞাপন
১৩ চার ও ২ ছক্কায় ১৩৭ বলে ৮০ রান করেন রেজিস চাকাভা। ৩১ বলে ৪৯ রান আসে ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকেও। পাকিস্তানের পক্ষে এই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন নৌমান আলি। ২১ ওভারে ৮৬ রান খরচ করে ফাইফার পান তিনি।
এমএইচ