স্পট ফিক্সিং প্রস্তাবের বিষয়ে বোর্ডকে না জানানোয় নিষেধাজ্ঞা চলছে উমর আকমলের, সঙ্গে আছে ৪২ লাখ রুপি জরিমানাও। নিষেধাজ্ঞার ভাগ নেওয়া যায় না, তবে চাইলে জরিমানার ভাগটা নেওয়া যায়, সেটাই নেওয়ার প্রস্তাব দিলেন তার ভাই কামরান আকমল। উদ্দেশ্য, যেন ছোটভাই শিগগিরই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে পারেন। 

৩০ বছর বয়সী উমর আকমল গত ফেব্রুয়ারির পর থেকে মাঠে নামেননি। তবে মাঠে আসার জন্য তিনি তোড়জোড় শুরু করেছেন, বাধা হিসেবে দাঁড়িয়েছে অর্থ। ফিরতে হলে ৪২ লাখ রুপি জরিমানা দিতে হবে তাকে। 

বর্তমানে আর্থিক অবস্থা সুবিধাজনক অবস্থানে নেই উমরের। আর তাই, সে জরিমানা যেন কিস্তিতে পরিশোধ করতে পারেন, সেজন্য পিসিবির কাছে আবেদন করেছিলেন উমর। তবে তার আবেদন মঞ্জুর করেনি পিসিবি। 

দুর্নীতি বিরোধী নীতির কারণে সম্পূর্ণ জরিমানা দেওয়ার আগে তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় প্রবেশের সুযোগ দেওয়া হবে না। আর তাই ভাইয়ের পাশে এসে দাঁড়াতে চাইছেন  কামরান। বললেন, ‘আমার ভাইয়ের জন্য জরিমানা দিতে রাজি আছি আমি। আমি পিসিবিকে অনুরোধ করব তারা যেন এ অর্থ আমার পিএসএলের পাওনা টাকা থেকে কেটে নেয়।’

তিনি আরও যোগ করেন, ‘অর্থ এখানে কোনো সমস্যাই হওয়া উচিত না। আমার ফি থেকে কেটে নিন অর্থটা। আর উমর খেলতে নামলেই তো পিসিবির কোষাগারে চলে আসবে! আমি পিসিবিকে এখন অনুরোধ করব, যেন তারা কিছুটা হলেও ধৈর্য দেখায়, আর উমরকে সময় দেয় অর্থটা উপার্জনের জন্য।’