শরিফুল ইসলাম প্রথম ওভারে দিলেন কেবল ২ রান। বাংলাদেশের ২৫২ রানের জবাবে আফগানিস্তানের শুরুটা ছিল ধীরগতির। তবে সাবধানী হয়ে খুব একটা উপকার হয়নি। রহমানউল্লাহ গুরবাজকে এই ম্যাচেও অল্পেই ফিরিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের অফ স্ট্যাম্পের বাইরে ফেলা বলে হয়েছেন আউট। বোলিং ইনিংসের প্রথম ১০ ওভার শেষে বাংলাদেশের প্রাপ্তি ওটাই। 

সেদিকুল্লাহ আতাল ইমার্জিং এশিয়া কাপে ছিলেন বিধ্বংসী। তবে ওয়ানডেকে তাকে বেশ নিয়ন্ত্রণেই রেখেছে বাংলাদেশ। সঙ্গে থাকা রহমত শাহও খুব একটা আগ্রাসী নন। ১০ ওভার শেষে টাইগারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে আফগানদের সংগ্রহ ৪০ রান। যদিও দশম ওভারে সাফল্য পেতে পারতেন মেহেদি হাসান মিরাজ। তবে উইকেটের পেছনে রহমত শাহের ক্যাচ ফেলেছেন উইকেটরক্ষক জাকের আলী অনিক। 

উইকেট না পেলেও অবশ্য বাংলাদেশের বোলিং ছিল নজর কাড়ার মতোই। ৪ ওভারে ১৭ রান দিয়েছেন তাসকিন। একমাত্র উইকেট পেয়েছেন তিনিই। অফস্ট্যাম্পের বাইরে করা বলে শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন গুরবাজ। আরেক পেসার শরীফুল ৫ ওভারে দিয়েছেন ২২ রান। মিরাজ পাওয়ারপ্লের শেষ ওভারে আক্রমণে এসে দিয়েছেন ১ রান।

এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৬ রানের পরেও ৪০ ওভার শেষে অনেকটাই ব্যাকফুটে ছিল বাংলাদেশ। শেষদিকে দুই ক্যামিও খেলেছেন জাকের আলী এবং নাসুম আহমেদ। এক চার এবং দুই ছক্কায় নাসুম আহমেদ করেন ২৪ বলে ২৫ রান। আর জাকেরের ব্যাট থেকে এসেছে কার্যকরী ৩৭ রান। ৩ ছক্কা আর ১ চারে গড়া তার এই ইনিংসের সুবাদেই বাংলাদেশের স্কোর হলো ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান।

জেএ