সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ। আগের ম্যাচে ব্যাটিং ইউনিটের পারফরম্যান্স নেহাত মন্দ ছিল না। কিন্তু একদিনের বিরতিতেই ফের হতাশ করলেন সেই ব্যাটাররাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ২য় টি-টোয়েন্টি ম্যাচে ভুলে যাওয়ার মতোই পারফরম্যান্স উপহার দিয়েছেন। দলীয় ৫২ রানেই বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট।  

শেষ পর্যন্ত অবশ্য বৃষ্টি বাগড়ায় বন্ধ আছে ম্যাচ। স্থানীয় সময় রাত ৯টা ২৫ মিনিট, বাংলাদেশ সময় ৭টা ২৬ মিনিটে খেলা ফের শুরু হবে। ১১.৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৬২ রান নিয়ে বাংলাদেশ আবার নিজেদের ব্যাটিং ইনিংস শুরু করবে। 

বর্তমান অবস্থায় অবশ্য বৃষ্টিকেই নিজেদের পক্ষে ভাবতে পারে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই খাবি খেয়েছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। শুরুতে লিটন দাস এবং সৌম্য সরকার শুরু করেছিলেন আজ। ১০ বলে ৩ রান করা ইনিংসটা শেষের আগে পর্যন্ত লিটন বেশ অস্বস্তি নিয়েই ক্রিজে সময় পার করেছেন। আগের ম্যাচের মতোই এদিনও তিনি ফিরেছেন স্পিনার আকিল হোসেনের বলে। তার সেই আউটের পরেই ম্যাচে প্রথমবার বৃষ্টি হানা দেয়। 

চতুর্থ ওভারে আরেক স্পিনার রোস্টন চেজ আক্রমণে আনেন এসেই পেয়েছেন তানজিদ হাসান তামিমের উইকেট। সাধারণ সুইং বুঝতে পারেননি তানজিদ। হয়েছেন বোল্ড। পরের ওভারেই এলো এক চার এবং এক ছক্কা। মেহেদি হাসান মিরাজ দিলেন আগ্রাসী হওয়ার ইঙ্গিত। পরের ওভারেও ফের মিরাজ পেয়েছেন চার। কিন্তু ওইটুকুই। ২২ রানে আউটের আগে আর কোন বাউন্ডারির দেখা মেলেনি মিরাজের ব্যাট থেকে। 

মাঝে দুইবার তিনি জীবন পেয়েছেন তবে আউট হয়েছেন সৌম্য সরকার। সরাসরি রানআউট হয়েছেন এই ওপেনার।  ১৮ বলে ১১ রানে সৌম্য রান আউট হয়ে ভেঙেছে ৩১ বলে ২৮ রানের ধীরগতির জুটি। এই আউট দিয়েই পরপর ৩ ওভারে ৩ উইকেটের পতন দেখেছে বাংলাদেশ। পরের ওভারে আলজারি জোসেফকে পুল করতে গিয়ে আউট হন মিরাজ। তার পরের ওভারে গুদাকেশ মোতির বলে বোল্ড হয়ে ফেরেন রিশাদ হোসেন। 

বৃষ্টি হানা দেয়ার আগে পরে বাংলাদেশের ভরসা জাকের আলী অনিক। প্রথম টি-টোয়েন্টিতে দলের অবস্থান ভালো করেছিলেন। এবারেও তার ব্যাটে তাকিয়ে বাংলাদেশ। 

জেএ