২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই দলে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন আকবর আলি। সবমিলিয়ে গত ৪ বছরে তিনি ৩টি শিরোপা জিতেছেন। যে কারণে ঘরোয়া প্রতিযোগিতায়ও সবসময় আকবরকে অধিনায়ক হিসেবে আলাদা করে মূল্যায়ন করা হয়। আসন্ন বিপিএলে তাকে দেখা যাবে দুর্বার রাজশাহীর জার্সিতে, তাদের নেতৃত্বের ভারও আকবর পাবেন কি না সেই আলোচনা উঠেছে। 

আজ (শুক্রবার) মিরপুরে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হলে বিপিএলের অধিনায়কত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাকে। জবাবে আকবর জানান, ‘এটা ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রস্তাব এলে আমি অবশ্যই ভেবে দেখতে পারি। টিম ম্যানেজমেন্ট কীভাবে সবকিছু চাচ্ছে, এর ওপর এসব নির্ভর করছে।’

এদিকে, ২০২০ সালের যুব বিশ্বকাপ দলের অধিকাংশ ক্রিকেটার খেলছেন জাতীয় দলের হয়ে। তবে এখনও সুযোগ হয়নি আকবরের। জাতীয় দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় না, প্রতিযোগিতাটা অন্য কারও সঙ্গে। আমার মতে, প্রতিযোগিতাটা নিজের সঙ্গেই। আমি যদি ভালো করতে পারি, অবশ্যই আমার সুযোগ আসবে।’

বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কোচের দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার এজাজ আহমেদ। তার কাছ থেকে শেখা প্রসঙ্গে আকবর বলেন, ‘বিপিএল অবশ্যই ব্যস্ত একটি টুর্নামেন্ট। এখানে অনুশীলন করার খুব কম সময় পাওয়া যায়। যে অল্প সময়টাই পাব, ওটাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব। তার (কোচ) যে অভিজ্ঞতা ও টেকনিক ছিল... চমৎকার একজন ক্রিকেটার ছিলেন। সেগুলো নেওয়ার চেষ্টা করব। তিনি যে পয়ামর্শগুলো দেবেন, নিজের মধ্যে আনার চেষ্টা করব।’

আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের যাত্রা শুরু করবে দুর্বার রাজশাহী। ৫ বছর পর নাম বদলে বিপিএলে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি। দেড় মাসব্যাপী এবারের বিপিএল চলবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এসএইচ/এএইচএস