আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে চলতি বিপিএলের চট্টগ্রাম পর্ব। তার আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (বুধবার) তামিম ইকবাল ও তানজিদ তামিমকে একসঙ্গে দেখা গেছে। যদিও দুজন খেলছেন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। মূলত তানজিদ সিএ কোম্পানির নতুন ব্যাট আনার পর সেসব নিয়েই সিনিয়র তামিমের সঙ্গে আলাপ করেছেন। দেশসেরা এই ওপেনারের সঙ্গে কথা বললে আত্মবিশ্বাস বাড়ে বলেও জানান তানজিদ।

বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, ‘তামিম ভাইয়ের ব্যাটই বেশি কমফোর্টেবল। সিএ থেকে সেরা ব্যাটগুলো তিনিই পান। নতুন ব্যাটগুলো নিয়েই কথা হচ্ছিল যে, ভাই আমাকে যদি এরকম ব্যাট দেওয়া যায়। আপনি বলে দিলে হয়তো ওরা পাঠাবে। এরকম কথাই হচ্ছিল। উনিও বলেছেন যে, ঠিক আছে আমি বলে দেব। ওরা এরকম ব্যাট পাঠাবে।’

তামিম ইকবালকে যে আদর্শ মানেন সেটি আগেও বলেছিলেন তানজিদ। এবারও জানালেন তার কাছ থেকে আত্মবিশ্বাস পাওয়ার কথা, ‘তামিম ভাইয়ের সঙ্গে যখনই মাঠে থাকি, উনার সঙ্গে আমার কথা হয়। উনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। আর কথা বললে আমার নিজের আত্মবিশ্বাসটাও বাড়ে। এটা আগে থেকেই (এমনটা হয়ে আসছে)। যখনই সামনাসামনি দেখা হয়, চেষ্টা করি উনার সঙ্গে কথা বলতে।’

তামিম ইকবালের নেতৃত্বে বিপিএলে প্রথমবার গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। চলমান আসরেও একই ফ্র্যাঞ্চাইজি ও ভূমিকায় খেলছেন তামিম। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪০.২৫ গড় এবং ১৫১.৮৮ স্ট্রাইকরেটে তিনি ১৬১ রান করেছেন। পাঁচ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বরিশাল।

অন্যদিকে, তানজিদ তামিমের ঢাকা ক্যাপিটালস অবশ্য সাত ম্যাচে কেবল একটিতে জয় পেয়েছে। ফলে টেবিলেও তাদের অবস্থান তলানিতে। তবে ব্যক্তিগত নৈপুণ্যে তানজিদ আছেন সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকার তিনে। এক সেঞ্চুরিসহ ৭ ম্যাচে ৩৫.১৪ গড় এবং ১৩৮.২০ স্ট্রাইকরেটে ২৪৬ রান করেছেন ঢাকার এই বাঁ-হাতি ওপেনার।  

এসএইচ/এএইচএস