বিপিএলে খেলার মাঝেই মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ ছিল চিটাগাং কিংসের। এই ম্যাচে চিটাগাংয়ের একাদশে ছিলেন খালেদ আহমেদ। ম্যাচ শেষেই একটা দুসংবাদ পেয়েছেন কিংসের এই পেসার। গত রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খালেদের মা।
খালেদের ভাই জায়েদ আহমেদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন।'
বিজ্ঞাপন
মায়ের জন্য দোয়া চেয়ে জায়েদ লিখেছেন, 'আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন।'
'আল্লাহ তার কবরকে প্রশস্ত করুন এবং তার ওপর দয়া বর্ষণ করুন। দয়া করে আমার মাকে আপনার দুআয় রাখবেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।'
বিজ্ঞাপন
Inna lillahi wa inna ilayhi raji'oon. With a heavy heart, I share the news of my beloved mother passing away, she has...
Posted by Jayed Ahmed on Thursday, January 16, 2025
এদিকে চিটাগাং কিংসের পক্ষ থেকে খালেদের মায়ের মৃত্যুতে শোক জানানো হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, 'সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।'
আজ সন্ধ্যায় চট্টগ্রামের ম্যাচ আছে। রংপুরের বিপক্ষে এই ম্যাচে খালেদের খেলার সম্ভাবনা খুবই কম।
এইচজেএস