চট্টগ্রাম আবাহনীর জয়ে রেলিগেশন জোনে ত্রিমুখী লড়াই
চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দশ দলের মধ্যে দুটি রেলিগেটেড হবে। সপ্তম রাউন্ড পর্যন্ত চট্টগ্রাম আবাহনী পয়েন্টের খাতা–ই খুলতে পারেনি। অস্টম রাউন্ডে প্রথম ম্যাচ জিতেছে চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ পুলিশ এফসি’র বিপক্ষে ১-০ গোলের জয় খানিকটা স্বস্তি এনেছে চট্টলার দলটিতে।
আজ (শুক্রবার) দিনের আরেক ম্যাচ ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ও ঢাকা ওয়ান্ডারার্সের মধ্যে। এই দুই দলও রয়েছে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে। গুরুত্বপূর্ণ ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ৪-১ গোলে জেতায় সাময়িকভাবে রেলিগেশন জোন এড়িয়েছে। আট ম্যাচে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ওয়ান্ডারার্সের ৪ ও চট্টগ্রাম আবাহনীর ৩ পয়েন্ট। এই তিন দলের মধ্যে দুই দলের রেলিগেটেড হওয়ার সম্ভাবনাই বেশি।
বিজ্ঞাপন
বাফুফের রেলিগেশন কাগজে-কলমে এক, বাস্তবে আরেক। পেশাদার লিগের গত আসরে বাস্তবিক অর্থে কোনো রেলিগেশনই হয়নি। গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব দলবদলে অংশগ্রহণ করেনি। সে হিসেবে রেলিগেশন রাখা হয় একটি। ব্রাদার্স ইউনিয়ন পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও নির্বাহী সভায় ব্রাদার্স ইউনিয়নকে প্রিমিয়ারেই রাখা হয়। অন্যদিকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগেও রেলিগেশন হয়নি।
ফকিরেরপুল এবং ওয়ান্ডারার্স প্রায় সমশক্তির দল হলেও আজ ফকিরেরপুল বেশ প্রাধান্য বিস্তার করে খেলেছে। রাফায়েল টুডুর গোলে ম্যাচের ১৭ মিনিটে লিড নেয় ফকিরেরপুল। ৪৯, ৭০ ও ৮৩ মিনিটে আরও তিনটি গোল করে বড় জয় নিশ্চিত হয় ফকিরেরপুলের। ওয়ান্ডারার্স ইনজুরি সময়ে এক গোল পরিশোধ করে ব্যবধান (৪-১) কমায়।
বিজ্ঞাপন
অন্য ম্যাচে পুলিশের বিপক্ষে একমাত্র গোলটি করেন ফাহিম। ম্যাচের ৫৪ মিনিটে তিনি একমাত্র জয়সূচক গোলটি করেন। আগামীকাল শনিবার ঢাকা আবাহনী রহমতগঞ্জের এবং বসুন্ধরা কিংস ফর্টিজ এফসির মুখোমুখি হবে।
এজেড/এএইচএস