ফাইল ছবি

গেল সপ্তাহে ম্যাচ চলাকালীন সময়ে খালেদ আহমেদ জানতে পারেন মাকে হারানোর কথা। পরে চিটাগং থেকে ছুটে যান সিলেটে। পরবর্তীতে গতকাল ম্যাচের আগেই যোগ দেন দলের সঙ্গে। মায়ের শোক কাটিয়ে মাঠে নেমে বল হাতেও উজ্জ্বল ছিলেন খালেদ। বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে সহকারী কোচ এনামুল হক জুনিয়রের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন খালেদ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এনামুল বলেন, ‘সত্যি কথা বলতে খালেদকে নিয়ে অনেক গর্বিত। কারণ এমন পরিস্থিতিতে যে সিলেট থেকে আমাদের কথার সাথে সাথে চলে এসেছে আমাদের কথা শুনে টিমের স্বার্থে। সিলেট থাকলে হয়ত মনটা আরেকটু খারাপ থাকত।’

আরও যোগ করেন, ‘সে আমাকে কল করেছিল যে কী করব। আমি বলেছিলাম, সিলেটে থাকলে মনটা খারাপ থাকবে, এখানে একটু উৎফুল্ল থাকবে। সে এই ম্যাচটা খেলতে চেয়েছে, বললো যে আমি বরিশালের সাথে খেলতে চাই। আমরা সবাই মুগ্ধ যে এমন একটা ঘটনার পর চলে এসেছে ম্যাচ খেলেছে দারুণ বোলিং করেছে আজও (গতকাল)।'

এ ছাড়া দলের রহস্য স্পিনার আলিস আল ইসলামকে নিয়ে এনামুল জানান, ‘খুব ভালো বোলিং করছে। পাওয়ারপ্লেতে বল করা একটু চ্যালেঞ্জিং। আবার ১৬-১৭ ওভারেও করেছে। অনেক সাহসী বোলার। গতি নিয়ে কাজ করছে। আমি আশাবাদী শর্টার ফরম্যাটে বাংলাদেশকে অনেক দিন সার্ভিস দিতে পারবে। এরকম বোলার আসলে খুব কমই আসে। আমি আশাবাদী সে দলে কামব্যাক করবে এবং খুব ভালোভাবেই কামব্যাক করবে বাংলাদেশের হয়ে।'

এসএইচ/এফআই