দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করে বিপিএলের বর্তমান আসরটা বেশ ভালোই পার করছে চিটাগাং কিংস। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং, তিন ইউনিটেই এবারের আসরে বেশ ধারাবাহিক দল চিটাগাং কিংস। তবে লিগ পর্বের শেষদিকে এসে বড় রকমের ধাক্কা খেতে হচ্ছে তাদের।

চলতি আসরে কিংসদের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করছেন আলিস আল ইসলাম। ৭ ম্যাচে পেয়েছেন ১১ উইকেট। কিন্তু দলের কার্যকরী এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। যে কারণে তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা।

দলের টিম ম্যানেজার লাবরুর রহমান সংবাদ আলিসকে নিয়ে বলেন, ‘সরাসরি কোনো কিছু আসেনি। কিছু ডেলিভারির জন্য হয়েছে। মেইলের রিপ্লাই দিয়েছি। হয়ত বিপিএলের পর তাকে টেস্টের জন্য পাঠাবে।'

কিংস ভক্তদের জন্য কিছুটা হলেও সুখবর যে, চলতি বিপিএলে অন্তত গ্রুপ পর্বের সব ম্যাচই খেলতে পারবেন আলিস। এরপর তাকে পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। লাবরুর বলেন, 'দেশে বা বিদেশে যেখানেই হোক। ঢাকা পর্বে সে খেলতে পারবে। দেশে পরীক্ষা নিলে ভালো নয়ত বাইরে পাঠাবে। এর আগেও তো তার এরকম হয়েছিল। এখানে তেমন কিছু আসেনি।'

এবারের বিপিএলে সন্দেহজনক ওয়াইড, নো বল নিয়ে লাবরুর বলেন, ‘আজকে সকালে এই নিউজটা দেখেছি। আমাদের দলে এমন কিছু দেখিনি। অন্য দলের সাথে তো আমরা জড়িত না আমরা এটা বলতেও পারি না। আমাদের চোখে এমন কিছু পড়েনি। খেলা দেখে সন্দেহ কীভাবে করবেন? সবাই ভালো করছে সবাই জিততে চায়।’

এসএইচ/এইচজেএস