‘ভাঙাচোরা’ রাজশাহীর কাছে হারল টপার রংপুর
আজকের ম্যাচটা যে রাজশাহী খেলতে পারবে সেটাই অনিশ্চিত ছিল। পারিশ্রমিক ইস্যুতে এই ম্যাচটি বয়কট করেছে দুর্বারদের বিদেশি ক্রিকেটাররা। আর বিপিএলের গঠনতন্ত্র অনুযায়ী, অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতে হয়। এমন অবস্থায় বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতিতে কোনো বিদেশি ছাড়াই ম্যাচ খেলার সুযোগ পায় রাজশাহী। মাঠের বাইরের এতসব বিতর্কিত কাণ্ডের একটুও ছাপ পড়েনি তাদের মাঠের ক্রিকেটে!
আসরের প্রথম আট ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। নিজেদের নবম ম্যাচে প্রথমবার রাজশাহীর মুখোমুখি হয় রংপুর। আর সেখানেই থামে রাইডার্সদের জয়রথ। এবার ফিরতি দেখায়ও রাজশাহীর কাছে পাত্তা পেল না টেবিল টপাররা। আর সেটাও 'দেশি' রাজশাহীর কাছে!
বিজ্ঞাপন
আরও পড়ুন
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন সানজামুল ইসলাম। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি রংপুর। ফলে ২ রানের জয় পেয়েছে রাজশাহী।
বিজ্ঞাপন
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে রংপুর। স্কোরবোর্ডে ২৯ রান তুলতেই প্রথম সারির ৫ ব্যাটারকে হারায় তারা। এমনকি প্রথম সারির ছয় ব্যাটারের পাঁচজনই সাজঘরে ফিরেছেন দুই অঙ্ক ছোয়ার আগে।
সৌম্য-সোহানদের এমন ব্যর্থতার দিনে লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা দলকে টেনে তোলার চেষ্টা করেছেন। তবে মোহাম্মদ সাইফউদ্দিন ছাড়া আর কেউই রান-বলের দূরত্ব গোছাতে পারেননি। ফলে এক প্রান্তে দাঁড়িয়ে সাইফউদ্দিন ৩১ বলে অপরাজিত ৫২ রান করেও দলকে জেতাতে পারেননি। রাজশাহীর হয়ে ১৮ রানে ৪ উইকেট শিকার করেছেন মৃত্যুঞ্জয়।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহী। ৬৭ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় পড়েছিল দুর্বাররা। তবে আজিবির আলি ও সানজামুল ইসলামের দৃঢ়তায় এ যাত্রায় রক্ষা পায় তারা। আকবরের ব্যাট থেকে এসেছে ১৯ রান। আর সানজামুল অপরাজিত ২৮ রান করলে কোনোরকমে একশ পার হয় রাজশাহী।
এইচজেএস