আজকের ম্যাচটা যে রাজশাহী খেলতে পারবে সেটাই অনিশ্চিত ছিল। হোটেল বদল, পারিশ্রমিক ইস্যুতে বিদেশিদের ম্যাচ বয়কট, মাঠে দল নামানো নিয়ে অনিশ্চয়তা সব ছাপিয়ে শেষ মুহূর্তে বিদেশি ছাড়াই ম্যাচ খেলার সুযোগ পায় রাজশাহী। কিন্তু মাঠের বাইরের এতসব বিতর্কিত কাণ্ডের একটুও ছাপ পড়েনি তাদের মাঠের ক্রিকেটে!

দিনের শুরু থেকেই শুরু করা যাক। দুপুর বারটোয় পুরাতন টিম হোটেল থেকে হঠাৎ করে নতুন হোটেলে চেক ইন করে রাজশাহী দল। ম্যাচের দিন হোটেল বদল করায় বিরক্ত দলের ক্রিকেটাররাও। পরবর্তীতে গুঞ্জন উঠে পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কট করবেন দলের বিদেশি ক্রিকেটাররা। 

বিকেল নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে একটি ছবি প্রকাশ করেন দলটির সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়। যেখানে তিনিসহ আরো ১২ জন ক্রিকেটার। সেখানে সবার হাতে একটি খাম দেখা যায়। ধারণা করা হয় দেশিরা পারিশ্রমিক পেয়েছেন এই খামে করে। এরপর দেশি ক্রিকেটারা মাঠে আসলেও দেখা যায়নি দলটির বিদেশি কোনো ক্রিকেটারকে।

সবশেষ বিশেষ নিয়মে কোনো বিদেশি ছাড়াই দলটিকে মাঠে খেলার অনুমতি দেয় বিসিবি। এক বিবৃতি দিয়ে বিসিবি জানায়, 'রাজশাহীর অনুরোধ বিবেচনা করার পর বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলির ধারা ১.২.৮ অনুযায়ী, টেকনিক্যাল কমিটি এই ম্যাচের জন্য দুর্বার রাজশাহীকে শুধু বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে দল গঠনের অনুমতি দিয়েছে।'

খেলার অনুমতি দিলেও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন। তিনি বলছিলেন, 'বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরণের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।'

দিনভর এমন দোলচলের পরে অবশ্য মাঠের ক্রিকেটে রাজশাহী ভালো করবে এটা আশা করাটাও বাস্তবিক ছিল না। কিন্তু অপ্রত্যাশিতভাবেই জয়টা পেল রাজশাহী। আসরের প্রথম আট ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। নিজেদের নবম ম্যাচে প্রথমবার রাজশাহীর মুখোমুখি হয় রংপুর। আর সেখানেই থামে রাইডার্সদের জয়রথ। এবার ফিরতি দেখায়ও রাজশাহীর কাছে পাত্তা পেল না টেবিল টপাররা। আর সেটাও 'দেশি' রাজশাহীর কাছে!

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন সানজামুল ইসলাম। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি রংপুর। ফলে ২ রানের জয় পেয়েছে রাজশাহী।

এসএইচ/এইচজেএস