১০ উইকেটের জয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ
ভারতের কাছে হেরে আগেই শেষ চারের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েদের। সুপার সিক্সের নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিলো সুমাইয়া আক্তাররা। ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে ১০ উইকেটের জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হলো বাংলাদেশের।
Bangladesh wrap up their #U19WorldCup journey on a winning note. #BANvWI : https://www.icc-cricket.com/tournaments/u19-womenst20worldcup/matches/250555/bangladesh-women-under-19-vs-west-indies-women-under-19
Posted by ICC - International Cricket Council on Monday, January 27, 2025বিজ্ঞাপন
বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আগের ম্যাচে ভারতের বিপক্ষে কার্যত জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে ৮ উইকেটে হেরে যায় জুনিয়র টাইগ্রেসরা। সেখানেই শেষ হয় সেমিফাইনালের স্বপ্ন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে এসেছিল। আজ (মঙ্গলবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগ্রেস বোলারদের তোপে দিশেহারা ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।
বিজ্ঞাপন
নির্ধারিত ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৪ রানের পুঁজি পেয়েছিল ক্যারিবীয়রা। অমৃতা রামতাহলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১৬ রান। এ ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল আর দুই ব্যাটার। ৩ ওভারে ১১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন নিশিতা আক্তার নিশি।
সহজ টার্গেট তাড়ায় কোনো উইকেট না হারিয়েই জয়ের রান পেরিয়ে গেছে বাংলাদেশ। ফাহমিদা ছোঁয়া এবং জুয়াইরিয়া ফেরদৌস ৮ দশমিক ৩ ওভারেই টার্গেট ছুঁয়ে ফেলেন। ফেরদৌস ২৫ এবং ছোঁয়া ১৪ রানে অপরাজিত ছিলেন।
এফআই