চলমান বিপিএলের শুরুটা দুর্দান্ত ছিল রংপুর রাইডার্সের। টানা ৮ ম্যাচে জয়ের মুখ দেখেছিল নুরুল হাসান সোহানের দল। কিন্তু সেই ধারবাহিকতা যেন হারিয়ে ফেলেছে রংপুর। টানা তিন পরাজয়ের মুখ দেখল তারা। সবশেষ আজ বুধবার চিটাগাং কিংসের বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে রংপুর রাইডার্সের ব্যাটার সাইফ হাসান বলেন, 'এরকম কিছু না (বিদেশি না থাকায় হার নয়)। (অ্যালেক্স) হেলস যাওয়ার পরে ৩টা ম্যাচ জিতেছি আমরা। আমার মনে হয় কিছুটা মোমেন্টাম হারিয়েছি আমরা। এখন এটা আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে। আরেকটা ম্যাচ আছে, যদি জিততে পারি ইনশাল্লাহ সোজা ফাইনালে চলে যাব।’

সাইফ আরও বলেন, ‘ভুল ত্রুটি ছিল কিছু দলের। কিছুদিন আমরা ব্যাটিং খারাপ করেছি, কিছুদিন বোলিং খারাপ করেছি। একসাথে ভালো একটা কম্বাইন্ড পারফরম্যান্স দিতে পারিনি, আশা করি পরের ম্যাচে একটা কম্বাইন্ড পারফরম্যান্স দিতে পারব। আমরা এখনও দুইয়ে আছি। হাতে এক ম্যাচ আছে। কালকে আমরা ইনশাল্লাহ নিজেদের সেরাটা দিব। আমরা যদি প্রসেসে থাকি ইনশাল্লাহ রেজাল্ট আমাদের পক্ষেই আসবে।’

দেশি ক্রিকোটারদের নিয়ে সাইফ বলেন, ‘আমার মনে হয় আপনি যদি দেখেন আমাদের লোকাল প্লেয়াররা পারফর্ম করেছে। বিদেশিরাও অবশ্যই ভালো করেছে। আমার মনে হয় দল জিততে হলে কম্বাইন্ড পারফরম্যান্স দরকার। দেশি-বিদেশি সবাইকেই পারফর্ম করতে হবে। এটা আশা করি ইনশাল্লাহ পরের ম্যাচে হবে।’

শুরুর দিকে ঢাকার উইকেটে রান হলেও বর্তমান তা হচ্ছে না। এ নিয়ে সাইফ বলেন, ‘না এটা স্বাভাবিক। টুর্নামেন্ট শুরু হয় যখন তখন উইকেট ভালো থাকে। সময় গেলে উইকেট একটু স্লো হয়। ফলে এটা ন্যাচারাল যে রান কিছুটা কমবে।’

এসএইচ/এইচজেএস