বাংলাদেশের বিমান ধরেছেন নিশাম, কোন দলে খেলবেন?
বিপিএলে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে দিন দুয়েক আগেই। আজ সোমবার থেকে শুরু হয়েছে প্লে-অফের খেলা। এলিমেনিটর ম্যাচে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। যেখানে বড় জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
খুলনা অপেক্ষা করছে কোয়ালিফায়ারের পরাজিত দলের জন্য। দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে লড়ছে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। জয়ী দল চলে যাবে ফাইনালে। আর পরাজিত দল মুখোমুখি হবে খুলনা টাইগার্সের।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আসরের শেষ ভাগে এসে বড় বড় তারকাদের দেখা মিলছে বিপিএলে। সবশেষ গুঞ্জন জিমি নিশামকে নিয়ে। তারকা এই কিউই অলরাউন্ডার তার ইন্সটাগ্রাম স্টোরিতে দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি বাংলাদেশে আসার কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন
ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে খুলনার হয়ে খেলবেন না নিশাম। ধারণা করা হচ্ছে বরিশাল কিংবা চিটাগংয়ের হয়ে খেলতে বাংলাদেশে আসছেন এই কিউই অলরাউন্ডার।
এসএইচ/এইচজেএস