৯৭ ধাপ এগিয়ে শীর্ষ দুইয়ে অভিষেক
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঝোড়ো ব্যাটিং করে লাইম লাইটে আসেন অভিষেক শর্মা। সুযোগ পান জাতীয় দলের জার্সিতে খেলারও। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও চলছে অভিষেক ঝড়! সর্বশেষ ইংল্যান্ড সিরিজেও যা অব্যাহত ছিল।
ইংলিশদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২৭৯ রান করেছেন অভিষেক। যেখানে একটি ফিফটি ও একটি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। তার এমন পারফরম্যান্সের ছাপ পড়েছে র্যাংকিংয়ে। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে বর লাফ দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ইংল্যান্ড সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯৯ নম্বরে ছিলেন অভিষেক। সিরিজের প্রথম তিন ম্যাচে ১১৫ রান করায় ৫৯ ধাপ এগিয়ে ছিলেন ৪০তম অবস্থানে। আর সিরিজের শেষ দুই ম্যাচে ১৬৪ রান করে আরও ৩৮ ধাপ এগিয়েছেন তিনি।
বর্তমানে ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন অভিষেক। সবমিলিয়ে সদ্য সমাপ্ত এই টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯৭ ধাপ এগিয়েছেন অভিষেক। তার সামনে আছেন এখন কেবল ট্রাভিস হেড। এই অজি ওপেনারের রেটিং ৮৫৫।
বিজ্ঞাপন
অভিষেক ছাড়াও এই সিরিজে ভালো খেলার পুরস্কার পেয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। পান্ডিয়া ৫ ধাপ এগিয়েছেন। আর দুবে এগিয়েছেন ৩৮ ধাপ।
বল হাতে ইংল্যান্ডের বিপক্ষে আলো ছড়িয়েছেন বরুণ চক্রবর্তী। দারুণ বোলিংয়ে ১৪ উইকেট নিয়ে জিতেছেন সিরিজসেরার পুরস্কারও। ফলে তিন ধাপ এগিয়ে তিন নম্বরে ওঠে এসেছেন ডানহাতি এই রহস্য স্পিনার।
এইচজেএস