বুমরাহ’র জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সিরাজকে রাখার দাবি
শিরোনাম দেখে প্রথমে খটকা লাগতে পারে, তবে ক্রিকেটভক্তরা সহজেই বলতে পারবেন এর নেপথ্য কারণ! ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে চোটে পড়েছিলেন ভারতীয় তারকা জাসপ্রিত বুমরাহ। যা তার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অনেকদিন ধরেই শঙ্কা তৈরি করে রেখেছে। এর মাঝে হঠাৎ-ই ইংল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে সরানো হলো বুমরাহকে। ফলে আরও জোরালো হয়েছে সেই শঙ্কা!
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট চলাকালে পিঠের ইনজুরিতে পড়েন বুমরাহ। ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে তিনি মাঠ ছাড়েন এবং পরবর্তীতে আর বোলিং করা হয়নি। এরপরই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগারকর জানিয়েছিলেন যে বুমরাহ প্রথম দুটি ওয়ানডেতে খেলতে পারবেন না। তবে এও বলা হয়েছিল, তৃতীয় ওয়ানডের জন্য তার ফিট হওয়ার সম্ভাবনা আছে।
বিজ্ঞাপন
অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সপ্তাহদুয়েক আগে এসেও ভারতীয় ক্রিকেট বোর্ড এই পেসারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নয়। যার কারণে পুরো ওয়ানডে সিরিজ থেকেই বাদ দেওয়া হয়েছে। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে স্পিনার বরুণ চক্রবর্তীর স্কোয়াডে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে, তবে বুমরাহ সম্পর্কে কিছুই জানায়নি। এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া তার জায়গায় মোহাম্মদ সিরাজকে দলে নেওয়ার দাবি তুলেছেন। এর আগে তিন পেসারের কোটা পূরণ হয়ে যাওয়ায় সিরাজকে না রাখার ব্যাখ্যা দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
এর আগে ভারতের ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিন পেসার হিসেবে রয়েছেন– বুমরাহ, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং। এর সঙ্গে বাড়তি অপশন হিসেবে আছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং স্পিনার পাঁচজন। এ নিয়ে আকাশ চোপড়া বলেন, ‘বুমরাহ’র ফিটনেস নিয়ে আমি আশাবাদী হওয়ার মতো কোনো খবর পাইনি। তবে যা শুনেছি তা বলতে চাই না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চারজন শতভাগ ফিট পেসার দরকার। আমরা মোহাম্মদ শামির বোলিং দেখেছি সর্বশেষ ম্যাচে (ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি), যেখানে সে সভ্য বোলিংয়ে ৩ উইকেট নিয়েছিল, সে বেশ ভালোভাবেই প্রস্তুত।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বুমরাহকে নিয়ে অনিশ্চয়তা থাকায় আগেই তার সম্ভাব্য বিকল্প ঠিক করে রেখেছিল ভারত। হার্শিত রানাকে অস্থায়ীভাবে দলে রাখা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও আছেন ডানহাতি এই তরুণ পেসার। তবে সাম্প্রতিক সময়ে সেভাবে ফর্মে না থাকা সিরাজের জায়গা মেলেনি এই সিরিজেও। বুমরাহ’র অনুপস্থিতিতে সিরাজকে নেওয়ার প্রয়োজনীয়তা দেখছেন আকাশ, ‘আরেকজন পেসার নেওয়া হবে বলে মনে করছি। সেটি কে হবেন তা আমরা দেখব। আমার মনে হয় সিরাজই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে।’
প্রসঙ্গত, আগামীকাল থেকে ভারত-ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মেগা এই প্রতিযোগিতায় ভারত প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে খেলবে ২০ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে ভারতের গ্রুপ ‘এ’–তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
এএইচএস