দলে ফেরার কয়েক ঘণ্টা পরই আবারো ছিটকে গেলেন কোয়েটজি
চোট যেন পিছু ছাড়ছে না জেরাল্ড কুয়েটজির। চোট কাটিয়ে দলে ফিরলেও মাঠে নামা হচ্ছে না তার। আবারো চোটে পড়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। ফলে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। এর আগে টুর্নামেন্টটির ড্রেস রিহার্সাল হিসেবে পাকিস্তানের মাটিতে হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। স্বাগতিক মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও এই লড়াইয়ে শামিল হবে।
বিজ্ঞাপন
১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছিল প্রোটিয়ারা। যেখানে নাম ছিল কোয়েটজির। তবে কয়েক ঘণ্টা পরই জানা গেল, আবারো চোটে পড়ায় এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানায়, কুঁচকির সমস্যায় ভুগছেন এই পেসার। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কি না তা নিয়েও শঙ্কা থাকছে।
বিজ্ঞাপন
বুধবার দলের সঙ্গে অনুশীলনের সময় ১০ ওভার বোলিং করেন কুটজিয়া। এরপরই কুঁচকিতে অস্বস্তি অনুভব করা শুরু করেন তিনি। চিকিৎসকদের মতে, ৫০ ওভারের ম্যাচের বোলিংয়ের চাপ তার চোটের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। ফলে ত্রিদেশীয় সিরিজে খেলা হচ্ছে না তার।
এইচজেএস