চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই কি এবারে একটি ইনজুরি আক্রান্ত একাদশ সাজিয়ে ফেলা যায়? এমন এক প্রশ্ন উঠলে খুব একটা আপত্তি থাকার কথা না। পাকিস্তানের ব্যাটার সাইম আইয়ুব এরইমাঝে ছিটকে গিয়েছেন। অস্ট্রেলিয়াতে মিচেল মার্শ, প্যাট কামিন্স আর জশ হ্যাজেলউডও থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। একই অবস্থা দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে আর আনরিখ নরকিয়ার। 

অনিশ্চিতের তালিকাও কম ভারী না। এসএ-২০ এর ম্যাচে চোট পাওয়ার পর দক্ষিণ আফ্রিকায় ডেভিড মিলার এখনো পর্যন্ত অনিশ্চিত। ভারতের পেসার জাসপ্রিত বুমরাহকে পাওয়া যাবে কি না, তা নিয়েও আছে প্রশ্ন। আর একেবারেই শেষে এই তালিকায় নাম ওঠালেন নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন। 

পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অভিজ্ঞ পেসার খেলবেন কি না তা নিয়ে শুরু হয়েছে শঙ্কা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ফার্গুসন। সংযুক্ত আরব আমিরা আইএল টি-টোয়েন্টির ম্যাচে পেয়েছেন তিনি। অভিজ্ঞ পেসারকে না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপদে পড়বেন কিউইরা।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আইএল টি-টোয়েন্টি লিগে ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলছিলেন ফার্গুসন। সেখানে বল করতে গিয়ে তার চোট লাগে। চোট কতটা গুরুতর তা দেখার জন্য স্ক্যান করা হয়। সেই রিপোর্ট পাওয়ার পরেও নিশ্চিত হচ্ছে না কিছুই। 

নিউহিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড ইনজুরি পরিস্থিতি নিয়ে জানান, ‘ফার্গুসনের চোটের জায়গায় স্ক্যান করা হয়েছে। রিপোর্ট এসেছে আমাদের কাছে। দলের চিকিৎসকেরা কী বলেন সেটার অপেক্ষায় আছি। মনে হচ্ছে খুব বড় চোট নয়। তবে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ফার্গুসনকে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে কি না।’ 

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দল নিউজিল্যান্ড ঘোষণা করেছিল, সেখানে সবচেয়ে অভিজ্ঞ পেসার হিসাবে ছিলেন ফার্গুসন। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ক্যারিয়ারে ৬৫টি এক দিনের ম্যাচে ৯৯টি উইকেট নিয়েছেন তিনি। ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৬৪টি উইকেট।

শনিবার থেকে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং নিউজিল্যান্ড একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবেই পাকিস্তানের মাঠে এই ত্রিদেশীয় সিরিজের আয়োজন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। করাচির স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে কিউইদের ম্যাচ দিয়েই এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড খেলবে রাওয়ালপিণ্ডিতে (২৪ ফেব্রুয়ারি)। ভারতের বিরুদ্ধে দুবাইয়ে ২ মার্চ খেলবে তারা।

জেএ