বিপিএল শেষ হয়েছে গেল শুক্রবার। যদিও আলোচনাতে এখনো দেশের ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটের আরেক বড় আসর এরই মাঝে উত্তাপ ছড়াতে শুরু করেছে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) কড়া নাড়ছে দরজায়। চলতি মাসের ২২ এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসরের দলবদল। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ মার্চ থেকে খেলা মাঠে গড়াবে।

দল বদলের আগে অবশ্য নিজেদের দল গোছাতে ব্যস্ত দলগুলো। অগ্রণী ব্যাংক লিমিটেডও পিছিয়ে নেই দল তৈরীতে। দলটিতে নাম লিখিয়েছেন ইমরুল কায়েস, অমিত হাসান, প্রিতম কুমার, মেহেদী হাসান রানারা।

এ ছাড়া কোচ হিসেবে রয়েছেন রাজিন সালেহ, রবিউল ইসলাম শিবলো, আনোয়ার হোসেনরা। ট্রেনার হিসেবে রয়েছেন সাজু দত্ত, এবং ফিজিওর দায়িত্বে খাইরুল।

এক নজরে অগ্রণী ব্যাংক দল:

ইমরুল কায়েস, সাদমান ইসলাম, প্রিতম কুমার, অমিত হাসান, মার্শাল আয়ুব, তাইবুর পারভেজ, শুভাগত হোম, নাঈম হাসান, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, রুয়েল মিয়া, রবিউল, মেহেদী রানা, নাঈম সাকিব, মানিক, তোফায়েল আহমেদ, জাহিদ জাবেদ।

এসএইচ/এফআই