সদ্য সমাপ্ত বিপিএল ফাইনালে শঙ্কাটাই হলো সত্যি হয়েছিল। চিটাগাং কিংসের ফাইনালে ওঠার নায়ক ছিলেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। তবে তাকে ছাড়াই ফাইনাল খেলতে হয়েছিল বন্দরনগরীর দলটির। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শেষ ওভারে রান নিতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন আলিস। সেখান থেকে আর ফিট হতে পারেননি এই রহস্য স্পিনার।

এবার আরও বড় দুঃসংবাদ পাওয়া গেল আলিসকে নিয়ে। খুলনা টাইগার্সের বিপক্ষে পাওয়া সেই বাম হাঁটুর চোটে এখন প্রয়োজন অপারেশনের। আজ (মঙ্গলবার) ঢাকা পোস্টকে এমনটাই জানিয়েছেন বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র। গতকাল রাতেই এমআরআই রিপোর্ট হাতে আসে মেডিকেল বিভাগের। আর অপারেশন হলে কমপক্ষে ৬ থেকে ৮ মাস মাঠের বাইরে থাকতে হবে আলিসকে! এমনকি সেটা বছর খানেকও লেগে যেতে পারে।

আলিসের চোটের নিয়মিত খোঁজ রাখছেন চিটাগং ফ্র্যাঞ্চাইজিও। বিসিবির পাশাপাশি প্রস্তুত রয়েছেন তারাও সব ধরণের সাপোর্টের জন্য এমনটি জানা গিয়েছে। এদিকে অপারেশন হলে যদি ভালো হয় সেটার জন্য প্রস্তুত আলিস নিজেও। ঢাকা পোস্টকে তিনি বলছিলেন, 'যদি অপারেশন বেটার চয়েজ হয় সেটাই করব। আজ লম্বা আলাপ হয়েছে।'

অপারেশন কোথায় হবে বা কে করবেন সেটি নিশ্চিত নয় এখনো। তবে এবাদত হোসেন তার হাঁটুর ইনজুরি সার্জারি করিয়েছিলেন ইংল্যান্ড থেকে। আলিসের ক্ষেত্রে কোথায় হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

এসএইচ/এফআই