পাকিস্তান ও বাবর ফর্মে ফিরবে, মোহাম্মদ আমিরের বাজি
দিনদুয়েক পরেই পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯৯৬ সালের পর আরও একবার পাকিস্তানে ফিরছে আইসিসি টুর্নামেন্ট। যদিও টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের ফর্মটা ভক্তদের খুব একটা আশা জোগাচ্ছে না। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলেও নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণই করেছে মোহাম্মদ রিজওয়ানের দল।
ফর্মে নেই দলের বড় তারকা বাবর আজম নিজেও। রানখরায় ভুগছেন তিনি। আবার সাইম আইয়ুবের ইনজুরির সুবাদে তার কাঁধে এসেছে ইনিংস ওপেন করার বড় দায়িত্ব। সবমিলিয়ে কিছুটা দুশ্চিন্তা পাকিস্তান দলে।
বিজ্ঞাপন
কিন্তু, নিজ দেশের ফর্ম ফিরে পাওয়ার ব্যাপারে খুব একটা দুশ্চিন্তায় নেই পাকিস্তানের গত আসরের চ্যাম্পিয়ন হওয়ার নায়ক মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে তিনি একপ্রকার বাজিই ধরেছেন পাকিস্তানের পক্ষে।
— Mohammad Amir (@iamamirofficial) February 15, 2025
ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দল ও বাবর ভালো খেলবে বলে বিশ্বাস আমিরের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই বাঁহাতি পেসার লিখেছেন এভাবে, 'উদ্বিগ্ন হবেন না। পাকিস্তান ও বাবর আজম চ্যাম্পিয়নস ট্রফিতে পারফর্ম করবে। ইনশা আল্লাহ। আমার কথা লিখে রাখুন।'
বিজ্ঞাপন
২১ ওয়ানডে ইনিংসে সেঞ্চুরি না পাওয়া বাবর আজমকে নিয়েও আশাবাদী মোহাম্মদ আমির। তবে এজন্য বাবরকে ৩ নম্বরে ফেরাতে চান আমির।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারে এই পেসার বলেছেন, ‘বাবরের শক্তির জায়গা ৩ নম্বর, ও জানে এ জায়গায় কীভাবে ইনিংসটা গড়তে হয়। টি-টোয়েন্টি ওপেনারের সঙ্গে ওয়ানডে ও টেস্ট ওপেনারের ভূমিকার পার্থক্য আছে। এখানে প্রতিটি অধ্যায় নিয়ে আলাদা কাজ করতে হয়। প্রথম ১০ ওভারে আমাকে সুযোগ নিতে হবে। পরের ১০ ওভারে জুটি গড়তে হবে। ভূমিকা ভিন্ন। বাবর বড় খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় ওর ৩ নম্বরে ব্যাটিং করা উচিত।’
জেএ