ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেও আক্ষেপ হৃদয়ের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। গতকাল ভারতের কাছে ৬ উইকেটের ব্যবধানে হারে টাইগাররা। এদিন ম্যাচ হারলেও বাংলেদেশ হয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তবে ইনিংসের শেষের দিকে তার পায়ে টান পড়ে। ফলে সেরাটা দিতে না পারার আক্ষেপ তার কণ্ঠে।
আগের ব্যাট করতে নেমে ৩৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রান যোগ করেছেন। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোনো দলের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। তাছাড়া বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও এটি।
বিজ্ঞাপন
জাকের ৬৮ রান করে ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন হৃদয়। তবে তার আগে এই ব্যাটারের পায়ে টান পড়ে। বেশ কয়েক ওভার পায়ে ব্যাথা নিয়েই ব্যাটিং করেছেন তিনি। তার মতে, শেষদিকে পায়ে ক্র্যাম্প না হলে অন্তত আরো ২০-৩০ রান বেশি করতে পারতেন। যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতো।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে আমার ক্র্যাম্পিংটা (দুর্ভাগ্যের)। ওই সময় যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তবা আরও ২০-৩০টা রান বেশি করতে পারতাম।’
বিজ্ঞাপন
টস জিতে আগে ব্যাটিং করা নিয়ে হৃদয় বলেন, ‘আমি আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছি, টস জিতলে আমরা কী করব সেটা নিয়ে একেবারে পরিষ্কার ছিলাম। আমাদের পুরো দলের ব্যাটিং করার ই পরিকল্পনা ছিল। শুধুমাত্র শুরুতে আমাদের কয়েকটা উইকেট পড়েছে এজন্য এই জিনিসটা হয়েছে।’
এসএইচ/এইচজেএস