রোহিত-কোহলিদের ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আহবান কুম্বলের
চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ভারতও তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শুভসূচনা করেছে। তবে দেশটির কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের চোখ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। যার জন্য এখন থেকেই তিনি ভারতীয় দলের শক্তিশালী স্কোয়াড গড়ার পরামর্শ দিয়েছেন। এজন্য রোহিত শর্মা ও বিরাট কোহলিদের মতো সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও কঠিন সিদ্ধান্ত নিতে বলেছেন কুম্বলে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে গতকাল বাংলাদেশের মুখোমুখি হয় ভারত। যেখানে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ও জাকের আলি অনিকের ফিফটিতে ২২৮ রান তোলে। লক্ষ্য তাড়ায় ওপেনার শুভমান গিল সেঞ্চুরি করে ৬ উইকেটে জয় নিশ্চিত করেন ভারতের। যেখানে রোহিত রান পেলেও, যথারীতি ধীরগতির ইনিংস খেলে আউট হয়ে যান কোহলি।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে ভারতীয় দুই সিনিয়র ক্রিকেটার রোহিত-কোহলি ধুঁকছেন ফর্ম নিয়ে। ধারাবাহিকতার অভাবে তাদের ক্রিকেটীয় ভবিষ্যৎ তাই বারবার আলোচনায় আসছে। কালকের ম্যাচে রোহিত ৩৬ বলে ৪১ রান করেন, যেখানে রয়েছে সাতটি চারের বাউন্ডারি। অন্যদিকে, কোহলি ৩৮ বলে ২২ রান করে রিশাদ হোসেনের বলে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে বসেন। কুম্বলে অবশ্য কেবল এই দুজনের কথা–ই নয়, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজাদের নিয়ে ভাবতে পরামর্শ দিয়েছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইএসপিএন ক্রিকইনফোর এক আলোচনায় অনিল কুম্বলে বলেন, ‘এই টুর্নামেন্ট কোচের (গম্ভীর) জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পুরোনো অভিজ্ঞ খেলোয়াড়দের জায়গায় নতুনদের স্থানান্তর করতে হবে। কিন্তু এটাই কোচের কাজ, তাকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গুরুত্ব বিবেচনা করে গম্ভীরকে এই টুর্নামেন্টের পর ভাবতে হবে ‘‘লিগ্যাসি প্লেয়ারদের’’ ভবিষ্যৎ নিয়ে।’
ভারতের সাবেক এই তারকা লেগস্পিনার ও সাবেক কোচ আরও বলেন, ‘এই টুর্নামেন্টের ফলাফলের ওপর নির্ভর করবে যে সিনিয়ররা কতদিন দলে থাকবেন, আর ভারত কীভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেবে। জয় বা পরাজয় যাই হোক, কঠিন সিদ্ধান্ত দ্রুত নিতে হবে। সাদা বলের ক্রিকেটে বিশেষ করে ২০২৭ বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করা দরকার। যেকোনো বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টে আপনার এমন একটি স্কোয়াড লাগবে, যারা কমপক্ষে ২০-২৫টি ম্যাচ একসঙ্গে খেলেছে। তাতেই ম্যাচ পরিস্থিতির স্বাভাবিক বোঝাপড়া তৈরি হয় এবং বোঝা যায় কাকে কার ওপর নির্ভর করা যায়। সিনিয়ররা কি সেখানে জায়গা পাবে নাকি আমরা তরুণদের সুযোগ দেবো?’
পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের জন্য আরও দুই বছর সময় পাচ্ছে দলগুলো। তবে ভারতের কয়েকজন সিনিয়র ক্রিকেটার থাকবে কি না কিংবা তারা না থাকলে দলের জন্য কারা গুরুত্বপূর্ণ, সেটাই ভাবতে বলছেন কুম্বলে। এমনকি তিনি সূর্যকুমার যাদবের অধিনায়কত্বের প্রশংসাও করেছেন। যিনি বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হয়নি সূর্যের। চলমান এই প্রতিযোগিতায় ভারতের পরবর্তী ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে, আগামী ২৩ ফেব্রুয়ারি।
এএইচএস