দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ধারাবিহকভাবে পারফর্ম করেন তিনি। সব মহল থেকে নিজের পরিশ্রম ও নিবেদনের জন্য প্রশংসা পান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজেও ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক ছিলেন তিনি। 

তিন ম্যাচে এক ফিফটি ও সেঞ্চুরিসহ তার ব্যাট থেকে এসেছে ২৩৭ রান। সিরিজ সেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন মুশফিক। এরপর জানিয়েছেন, প্রতিপক্ষ তাকে বড় ব্যাট্সম্যান হিসেবে ভাবে বলেই খেলাটা সহজ হয়ে যায় তার জন্য। 

তিনি বলেন, ‘১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে আপনাকে নিজের দেশের জন্য যত বেশি সম্ভব অবদান রাখতে হবে। আমি প্রতি ম্যাচে সেটাই চেষ্টা করি। শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে সহজ দল নয়। তারা কখনও হাল ছেড়ে দেয় না এবং সবসময় দারুণ কামব্যাক করে। আমি চাপটা সবসময়ই উপভোগ করি। যখনই চাপ বা প্রত্যাশার বিষয় চলে আসে, আমি শান্ত থাকার চেষ্টা করি। আমি জানি, প্রতিপক্ষ আমাকে বড় খেলোয়াড় হিসেবেই চিন্তা করে। এটা আমাকে খানিক এগিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমার মতে, ছেলেরা ভালো করেছে। তারা এই সিরিজের জন্য কঠোর পরিশ্রম করেছে। গত কয়েক মাস আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। তবে সৌভাগ্যক্রমে প্রথম দুই ম্যাচে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি। দুর্ভাগ্যবশত ভালোভাবে শেষ করতে পারলাম না আমরা।’

এমএইচ