পাকিস্তানের ধীরগতির ব্যাটিং নিয়ে যা বলছেন অশ্বিন
‘পাকিস্তানের আগের ব্যাটিং ইনিংসের সঙ্গে একে ভুল বুঝো না।’– দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানের দল যখন রানের সন্ধানে মরিয়া, তখন যেন তাদের পক্ষে সাফাই গাইলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বনে যাওয়া রবিচন্দ্রন অশ্বিন। সাম্প্রতিক সময়গুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট নিয়ে নিজের দর্শন নিয়ে আলোচনা করছেন সাবেক এই স্পিনার।
পাকিস্তান-ভারত ম্যাচের মাঝেও টুইটারে হাজির হলেন অশ্বিন। পাকিস্তান যখন নিজেদের ধীরগতির ব্যাটিংয়ের জন্য ব্যাপক আকারে সমালোচনার মুখে পড়েছে, তখন ভারতেরই সাবেক স্পিনার তাদের পক্ষে সাফাই গেয়েছেন।
বিজ্ঞাপন
— Ashwin (@ashwinravi99) February 23, 2025
নিজের এক্স-হ্যান্ডেলে লিখেছেন, ‘দুবাইয়ের পিচ বেশ ধীর। পাকিস্তানের আগের ব্যাটিং ইনিংসের সঙ্গে একে ভুল বুঝো না। আগের ম্যাচেও এখানে রানচেজ খুব একটা সহজ ছিল না।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে পাকিস্তানের রান ১৬০। ইনিংসের বেশিরভাগ সময়েই তাদের রানরেট থেকেছে ৫-এর নিচে। বিশেষ করে ১১ থেকে ২০ ওভারের সময়ে স্কোরকার্ডে মোটে ২৭ রান যোগ করেছিলেন ক্রিজে থাকা দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পাকিস্তানের ইনিংসে বড় সংগ্রাহক শাকিল। পেয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে গড়েছিলেন ১০৪ রানের জুটি।
জেএ