ভারত জিততেই পল্টি সেই জ্যোতিষীর, বললেন মনে মনে জানতাম
হাজার চেষ্টা সত্ত্বেও পাকিস্তানকে হারাতে পারবে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির হাই-ভোল্টেজ ম্যাচের আগে এমনটাই দাবি করেছিলেন ভারতের এক জ্যোতিষী। মহাকুম্ভের ভাইরাল আইআইটি বাবা নামে যিনি পরিচিত, মূল নাম অভয় সিং। কিন্তু বাস্তবে তেমন কিছু হয়নি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েই জয় তুলে নিয়েছে রোহিত-কোহলিরা। খেলা শেষ হওয়ার পর ট্রোলড হতেই ‘পালটি’ খেয়ে সেই আইআইটি বাবার দাবি, মনে মনে তিনি জানতেন ভারতই জিতবে!
ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা কেবল ক্রিকেটীয় পরিমন্ডলেই নয়, উন্মাদনায় মাতে দেশ দুটির ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রতিটি অঞ্চল। এমন ম্যাচ ঘিরে যে যার ধর্ম মেনে প্রার্থনা করার রীতিও বেশ পুরোনো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে গতকাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হয়েছিল। যার জন্য বিহার, কলকাতাসহ বিভিন্ন স্থানে ভারতীয় সমর্থকরা বিশেষ প্রার্থনার আয়োজন করেন বলে জানায় সংবাদ সংস্থা এএনআই।
বিজ্ঞাপন
ভারত-পাক ম্যাচ নিয়ে আইআইটি বাবা অভয় সিংয়ের দাবি ছিল, ‘পাকিস্তানই জিতবে। বিরাট কোহলি আর বাকিরা দারুণভাবে চেষ্টা করলেও জিততে পারবে না!’ এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে দিব্যি হাসতে হাসতে একথা বলেছিলেন তিনি। তবে এই ভবিষ্যদ্বাণী মোটেই ভালোভাবে নেননি ভারতীয় সমর্থকরা। তাদের যুক্তি ছিল, ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে এক নম্বরে ভারত। সেখানে পাকিস্তান তিনে। তার ওপর উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়েছেন রিজওয়ানরা। অর্থাৎ ধারে ও ভারে এগিয়ে রোহিত শর্মারা। তাই পাকিস্তান জিতবে ধরে নেওয়াটা অলীক কল্পনা।
বিজ্ঞাপন
ম্যাচ শেষ হতেই ভারতীয় সমর্থকদের কটাক্ষের শিকার হন আইআইটি বাবা। তাকে অনেকেই এবার ভবিষ্যদ্বাণী করা থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি কন্টেন্ট ক্রিয়েটাররা কেউ যেন আইআইটি বাবার সাক্ষাৎকার না নেন, এমনটাই আর্জি নেটিজেনদের। অনেকের মতে, আইআইটি বাবা আসলে ভুয়ো। টিম ইন্ডিয়ার জন্য ‘পনৌতি’ বা অশুভ বলে নিজেকে পরিচয় দেওয়া প্রফুল্ল বিল্লোরও বলেন, ‘আজ আমি পদত্যাগ করছি। আইআইটি বাবা এই জায়গাটা নিতে পারেন।’
ব্যাপক ট্রোলের মুখে পড়ে অবশ্য ডিগবাজি খেয়েছেন আইআইটি বাবা। এক্স হ্যান্ডেলে সবার কাছে ক্ষমা চেয়েছেন, পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার ছবিও। সঙ্গে লিখেছেন, ‘আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আসুন সকলে একসঙ্গে মিলে সেলিব্রেট করি, পার্টি করি। আসলে আমি কিন্তু মনে মনে জানতাম যে ভারতই জিতবে।’ তবে ক্ষমা চাইলেও নেটিজেনদের তোপ থেকে রেহাই পাচ্ছেন না আইআইটি বাবা। নেটদুনিয়ার পরামর্শ, ভবিষ্যদ্বাণী না করে বরং লোকচক্ষুর আড়ালে থাকুন তিনি।
এফআই